Paan Strains on London Street

‘নির্ঘাত ভারতীয়দের কাজ’! লন্ডনের রাস্তায় পান, গুটখার পিক দেখে ক্ষোভ ব্রিটিশদের

রেনার্স লেনের বাসিন্দাদের অভিযোগ, ইদানীং সেখানে এই পান, গুটখার পিক একটু বেশিই দেখা যাচ্ছে। বিশেষত যে সব দোকান বা রেস্তরাঁ এগুলি বিক্রি করে, তার বাইরে লাল, খয়েরি পিকের দাগ দেখা যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ১৬:২৪
Share:

লন্ডনের রাস্তার ধারে পানের পিক। ছবি: এক্স।

লন্ডনে রাস্তার ধারে গাছের গায়ে, আবর্জনার পাত্রে পড়ে রয়েছে পান, গুটখার পিক। এরকমই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে (আনন্দবাজার ডট কম তার সত্যতা যাচাই করেনি)। তার পরেই তৈরি হয়েছে বিতর্ক। সমাজমাধ্যমে কোনও কোনও নেট ব্যবহারকারী এর জন্য অভিবাসী ভারতীয়দের দায়ী করেছেন। লিখেছেন, ‘‘নির্ঘাত ভারতীয়দের কাজ!’’

Advertisement

হ্যারো অনলাইন বলে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রেনার্স লেন এবং নর্থ হ্যারোর আবর্জনা পাত্রে এই পান, গুটখার পিকের দাগ দেখা যায়। রেনার্স লেনের বাসিন্দাদের অভিযোগ, ইদানীং সেখানে এই পান, গুটখার পিক একটু বেশিই দেখা যাচ্ছে। বিশেষত যে সব দোকান বা রেস্তরাঁ এগুলি বিক্রি করে, তার বাইরে লাল, খয়েরি পিকের দাগ দেখা যায় খুব বেশি।

কেন ভারতীয়দের দায়ী করা হচ্ছে? ভারতীয়দেরই একাংশ মনে করছেন, ভারতে গুটখা এবং পান খুব জনপ্রিয়। বহু মানুষ এগুলি খান। অন্য দিকে, লন্ডনে বহু ভারতীয় বসবাস করেন। সে কারণে রাস্তায় পান, গুটখার পিকের জন্য ভারতীয়দেরই দায়ী করা হচ্ছে।

Advertisement

প্রসঙ্গত, লন্ডনে গুটখা বিক্রি নিষিদ্ধ নয়। সংবাদমাধ্যম হ্যারো অনলাইন জানিয়েছে, বিক্রেতা যদি এইচএমআরসি (হিস ম্যাজেস্টি’স রেভেনিউ অ্যান্ড কাস্টমস)-এ নাম নথিভুক্ত করেন এবং বিক্রির বিষয়ে সব নীতি-নিয়ম মেনে চলেন, তা হলে তাঁর গুটখা বিক্রিতে কোনও বাধা নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement