Russia-Ukraine War

রুশ ভূখণ্ডে ঢুকে পড়ে প্রত্যাঘাত করল ইউক্রেন! পুতিনের নৌসেনার সহকারী প্রধান নিহত

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে এই প্রথম কোনও দেশের সশস্ত্র শাখার সহকারী প্রধান স্তরের আধিকারিক নিহত হলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ২০:৫৩
Share:

মেজর জেনারেল মিখাইল এভজেনিভিচ গুডকভ। ছবি: সংগৃহীত।

চাপের মুখে প্রত্যাঘাত করল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির বাহিনী। বুধবার রাতে তাদের আক্রমণে নিহত হয়েছেন রুশ নৌবাহিনীর সহকারী প্রধান মেজর জেনারেল মিখাইল এভজেনিভিচ গুডকভ। বুধবার মস্কোর তরফে এ কথা স্বীকার করে নেওয়া হয়েছে।

Advertisement

ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল ওলেকজ়ন্ডার সিরস্কি বুধবার দাবি করেছিলেন, রুশ ভূখণ্ড কুর্স্কে তাঁরা পাল্টা হামলা শুরু করেছেন। সেই এলাকাতেই যুদ্ধে মেজর জেনারেল গুডকভের মৃত্যু হয়েছে বলে ক্রেমলিন জানিয়েছে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে এই প্রথম কোনও দেশের সশস্ত্র শাখার সহকারী প্রধান স্তরের আধিকারিক নিহত হলেন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে কৃতিত্বের জন্য ২০২৩ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিনের সর্বোচ্চ সম্মাননা ‘হিরো অব দ্য রাশিয়ান ফেডারেশন’ প্রদান করেছিলেন মেজর জেনারেল গুডকভকে।

চূড়ান্ত লক্ষ্য, শরৎকালের আগেই ইউক্রেনের রাজধানী কিভ এবং সেনাঘাঁটি চেরনিহিভ দখলের লক্ষ্যে পুতিনের নির্দেশে জুন মাস থেকে সাঁড়াশি আক্রমণ শুরু করেছে রাশিয়ার সেনা। প্রায় ১২০০ কিলোমিটার বিস্তৃত যুদ্ধক্ষেত্র (ওয়ার ফ্রন্ট) বরাবর এক লক্ষেরও বেশি রুশ ফৌজ অভিযানে অংশ নিয়েছে। ফলে সংখ্যায় কম ইউক্রেন সেনার প্রতিরক্ষাব্যূহ ক্রমশ দুর্বল হয়ে পড়তে পারে বলে মনে করছেন সামরিক পর্যবেক্ষকদের অনেকেই। এই পরিস্থিতিতে জ়েলেনস্কির বাহিনী প্রতিআক্রমণের কৌশল নিয়েছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement