ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।
এক দিকে তিনি রাশিয়াকে শান্তিপ্রস্তাবে রাজি হওয়ার জন্য চাপ দিচ্ছেন। কিন্তু অন্য দিকে আবার ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র দেওয়ার আশ্বাস দিচ্ছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ‘দ্বিচারিতা’র কথা রবিবারই প্রকাশ্যে আসে।
আর তার দু’দিন পরেই জানা গেল, খাস মস্কোয় হামলা চালানোর জন্য ইউক্রেনকে রীতিমতো উস্কানি দিয়েছেন ট্রাম্প। আমেরিকার একটি সংবাদ সংস্থার প্রতিবেদন অনুয়ায়ী, ৪ জুলাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কিকে ফোন করে ট্রাম্প জিজ্ঞাসা করেন, “ঠিকঠাক অস্ত্র পেলে আপনি রাশিয়ার ভিতরে ঢুকে মস্কো বা সেন্ট পিটার্সবার্গে হামলা চালাতে পারবেন?” এর উত্তরে জ়েলেনস্কি বলেন, “অবশ্যই। আপনি যদি অস্ত্র দেন।” এর আগের দিনই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা হয়েছিল ট্রাম্পের। সেই ফোনালাপে তিনি ‘অসন্তুষ্ট’, জানিয়েছিলেন ট্রাম্প।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে