Donald Trump on Canada

গ্রিনল্যান্ডে মার্কিন প্রকল্পের বিরোধিতা করে চিনের সঙ্গে চুক্তি, পড়শি দেশ নিয়ে নাজেহাল ট্রাম্প! বলে দিলেন ভবিষ্যৎও

গ্রিনল্যান্ডে বিরাট এক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চান ট্রাম্প। সেই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘দ্য গোল্ডেন ডোম’। কিন্তু এই মার্কিন প্রকল্পের বিরোধিতা করেছে অনেকেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ০৮:০২
Share:

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

গ্রিনল্যান্ডে মার্কিন প্রকল্প ‘দ্য গোল্ডেন ডোম’-এর বিরোধিতা করেছে আমেরিকার প্রতিবেশী দেশ কানাডা। শনিবার তাদের সতর্ক করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে চিনের সঙ্গে কানাডার ঘনিষ্ঠতা নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। দাবি, চিনের সঙ্গে বন্ধুত্ব করলে প্রথম বছরেই কানাডাকে ‘খেয়ে নেবে’ বেজিং।

Advertisement

গ্রিনল্যান্ডে বিরাট এক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চান ট্রাম্প। সেই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘দ্য গোল্ডেন ডোম’। ট্রাম্পের দাবি, এতে শুধু আমেরিকার লাভ নয়, বরং এই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা গেলে কানাডাও সুরক্ষিত হবে। তাই নিরাপত্তার স্বার্থেই তিনি গ্রিনল্যান্ড অধিগ্রহণ করতে চান। কিন্তু কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে আমেরিকার এই আগ্রাসনের বিরোধিতা করেছেন। জানিয়ে দিয়েছেন, গ্রিনল্যান্ডে মার্কিন দখলদারি অনুচিত এবং কানাডা তার ঘোর বিরোধী। এর পরেই শনিবার সমাজমাধ্যমে কানাডার বিরুদ্ধে মুখ খোলেন ট্রাম্প। লেখেন, ‘‘কানাডা গ্রিনল্যান্ডের ‘দ্য গোল্ডেন ডোম’-এর বিরোধী। অথচ, ‘দ্য গোল্ডেন ডোম’ কানাডাকে সুরক্ষাই দেবে।’’

কিছু দিন আগে চিন সফরে গিয়েছিলেন কার্নে। আমেরিকার পর এই দেশের সঙ্গেই তাদের সবচেয়ে বেশি বাণিজ্য চলে। সেই বাণিজ্যিক সম্পর্ককে আরও জোরদার করতে, শুল্ক কমাতে বেজিঙের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রীর আলোচনা হয়েছে। চিন-কানাডা এই ঘনিষ্ঠতার ভবিষ্যদ্বাণী করে ট্রাম্প লিখেছেন, ‘‘কানাডা চিনের সঙ্গে বাণিজ্য করার পক্ষে ভোট দিচ্ছে। চিন তো ওদের প্রথম বছরের মধ্যেই খেয়ে ফেলবে!’’

Advertisement

গ্রিনল্যান্ডে আমেরিকার তৈরি ‘দ্য গোল্ডেন ডোম’ থেকে কানাডার নিরাপত্তার প্রসঙ্গে সম্প্রতি সুইৎজ়ারল্যান্ডের দাভোসেও কথা বলেছেন ট্রাম্প। তিনি বলেছিলেন, ‘‘গোল্ডেন ডোমের চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ীই তা কানাডাকে সুরক্ষিত রাখবে। কানাডা এমন অনেক সুযোগসুবিধা আমেরিকার কাছ থেকে পায়। তার জন্য ওদের কৃতজ্ঞ থাকা উচিত। কানাডা বেঁচেই রয়েছে আমেরিকার জন্য।’’ দাভোসেই এর কঠোর জবাব দেন কানাডার প্রধানমন্ত্রী। বলেন, ‘‘কানাডা আমেরিকার জন্য বেঁচে নেই। কানাডিয়ানদের জন্যই এই দেশ সমৃদ্ধ হচ্ছে। এটা আমাদের দেশ। আমাদের ভবিষ্যৎ। আমরাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’’

কার্নের এই ঘোষণার পর শুক্রবার ট্রাম্প ‘বোর্ড অফ পিস’-এ কানাডার আমন্ত্রণ প্রত্যাহার করে নিয়েছিলেন। তার এক দিনের মাথায় চিনের সঙ্গে কানাডার ঘনিষ্ঠতাকেও কটাক্ষ করলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement