Russia-Ukraine War

মার্কিন নিষেধাজ্ঞায় বড় কোনও ক্ষতি হবে না রুশ অর্থনীতিতে! পুতিনের দাবির পরই বিদ্রুপ করলেন ট্রাম্প, কী বললেন

রাশিয়ার দুই তেলশোধক সংস্থার উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, এর ফলে রাশিয়ার অর্থনীতিতে তেমন বড় কোনও ক্ষতি হবে না। এ বার পুতিনের এই দাবি নিয়ে বিদ্রুপ করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১২:৪৭
Share:

(বাঁ দিকে) ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।

রাশিয়ার দুই তেলশোধক সংস্থার উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ নিয়ে মুখ খুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দাবি করেছেন এর ফলে রাশিয়ার অর্থনীতিতে তেমন বড় কোনও ক্ষতি হবে না। এ বার পুতিনের এই দাবি নিয়ে বিদ্রুপ করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে পুতিনের এই দাবি নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি খুশি যে, উনি (পুতিন) এই রকম ভাবে ভাবছেন। আমি ছ’মাসের মধ্যে এই বিষয়ে জানাব। দেখুনই না কী ভাবে এটা কাজ করে।” ট্রাম্পের মন্তব্যে ইঙ্গিত যে, তাঁর কৌশলী চালে রুশ অর্থনীতি অচিরেই মুখ থুবড়ে পড়তে চলেছে।

Advertisement

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মস্কোর উপর আরও চাপ বৃদ্ধির কৌশল নিয়েছে আমেরিকা। বৃহস্পতিবার রাশিয়ার বৃহত্তম দু’টি তেলশোধক সংস্থা ‘রসনেফ্ট’ এবং ‘লুকঅয়েল’-এর উপর নয়া নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সঙ্গে ইঙ্গিতও দিয়ে রেখেছেন যে, যুদ্ধ বন্ধ হলেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সংবাদ সংস্থা রয়টার্স-কে পুতিন বলেন, “অবশ্যই এটা রাশিয়ার উপর চাপ বৃদ্ধির চেষ্টা। কিন্তু আত্মসম্মান থাকা কোনও দেশ এবং সেই দেশের মানুষ চাপের মুখে কোনও সিদ্ধান্ত নেয় না।” ট্রাম্পের পদক্ষেপে বিশ্বে তেলের বাজারে দাম আরও ঊর্ধ্বমুখী হবে বলে দাবি করেছেন পুতিন। এ-ও জানিয়েছেন যে, এতে আখেরে আমেরিকার মতো দেশকেই অস্বস্তিতে পড়তে হবে। আমেরিকার আচরণকে ‘অবন্ধুসুলভ’ বলেও ব্যাখ্যা করেছেন তিনি।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নিজেদের ‘টোমাহক’ ক্ষেপণাস্ত্র ইউক্রেনের হাতে তুলে দিয়েছে আমেরিকা। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, রাশিয়ার বিরুদ্ধে মাঝারি পাল্লার এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে ইউক্রেন। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে পুতিন বলেন, “এটা প্ররোচনা তৈরির চেষ্টা। যদি এই ধরনের অস্ত্র রাশিয়ায় হামলার জন্য ব্যবহৃত হয়, তা হলে জবাবটাও গুরুতর হবে। এই বিষয়টি মাথায় রাখা উচিত।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement