Russia-Ukraine War

চাপের সামনে মাথা নত করবে না রাশিয়া, দুই রুশ তেলশোধক সংস্থার উপর ট্রাম্প-নিষেধাজ্ঞার পরেই পাল্টা জবাব পুতিনের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মস্কোর উপর আরও চাপ বৃদ্ধির কৌশল নিয়েছে আমেরিকা। বৃহস্পতিবার রাশিয়ার বৃহত্তম দু’টি তেলশোধক সংস্থা ‘রসনেফ্ট’ এবং ‘লুকঅয়েল’-এর উপর নয়া নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১০:০১
Share:

(বাঁ দিকে) ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।

আমেরিকা বা অন্য কোনও দেশের চাপের মুখে মাথা নত করবে না রাশিয়া! স্পষ্ট ভাবে তা জানিয়ে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন রাশিয়ার দুই তেলশোধক সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করলেও রুশ অর্থনীতিতে এর কোনও প্রভাব পড়বে না বলেও দাবি করেছেন পুতিন। একই সঙ্গে কারও নাম না-করে পুতিনের হুঁশিয়ারি, রাশিয়ার এলাকায় কোনও হামলার ঘটনা ঘটলে তার সমুচিত জবাব দেওয়া হবে।

Advertisement

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মস্কোর উপর আরও চাপ বৃদ্ধির কৌশল নিয়েছে আমেরিকা। বৃহস্পতিবার রাশিয়ার বৃহত্তম দু’টি তেলশোধক সংস্থা ‘রসনেফ্ট’ এবং ‘লুকঅয়েল’-এর উপর নয়া নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সঙ্গে ইঙ্গিতও দিয়ে রেখেছেন যে, যুদ্ধ বন্ধ হলেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সংবাদ সংস্থা রয়টার্স-কে পুতিন বলেন, “অবশ্যই এটা রাশিয়ার উপর চাপ বৃদ্ধির চেষ্টা। কিন্তু আত্মসম্মান থাকা কোনও দেশ এবং সেই দেশের মানুষ চাপের মুখে কোনও সিদ্ধান্ত নেয় না।” ট্রাম্পের পদক্ষেপে বিশ্বে তেলের বাজারে দাম আরও ঊর্ধ্বমুখী হবে বলে দাবি করেছেন পুতিন। এ-ও জানিয়েছেন যে, এতে আখেরে আমেরিকার মতো দেশকেই অস্বস্তিতে পড়তে হবে। আমেরিকার আচরণকে ‘অবন্ধুসুলভ’ বলেও ব্যাখ্যা করেছেন তিনি।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নিজেদের ‘টোমাহক’ ক্ষেপণাস্ত্র ইউক্রেনের হাতে তুলে দিয়েছে আমেরিকা। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে ইউক্রেন। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে পুতিন বলেন, “এটা প্ররোচনা তৈরির চেষ্টা। যদি এই ধরনের অস্ত্র রাশিয়ায় হামলার জন্য ব্যবহৃত হয়, তা হলে জবাবটাও গুরুতর হবে। এই বিষয়টি মাথায় রাখা উচিত।”

Advertisement

ট্রাম্পের অভিযোগ, ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তি করার বিষয়ে আদৌ আগ্রহী নন রুশ প্রেসিডেন্ট পুতিন। ট্রাম্পের কথায়, ‘‘যখনই আমি ভ্লাদিমিরের সঙ্গে কথা বলি, আমার সঙ্গে ওঁর ভাল ভাবেই কথা হয়। অথচ সেই আলোচনা ফলপ্রসূ হয় না। ওর সঙ্গে কথা বলে লাভ নেই।’’ বুধবার ওভাল অফিসে নেটো-র প্রধান মার্ক রুটের সঙ্গে এক বৈঠকেও ট্রাম্প সরাসরি বলেন, ‘‘আমার মনে হয় এ বার সময় এসেছে (শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার)। আমরা অনেক দিন অপেক্ষা করেছি।’’ ট্রাম্পের অভিযোগ, ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তি করার বিষয়ে আদৌ আগ্রহী নন রুশ প্রেসিডেন্ট পুতিন। ট্রাম্পের কথায়, ‘‘যখনই আমি ভ্লাদিমিরের সঙ্গে কথা বলি, আমার সঙ্গে ওঁর ভাল ভাবেই কথা হয়। অথচ সেই আলোচনা ফলপ্রসূ হয় না। ওঁর সঙ্গে কথা বলে লাভ নেই।’’ বুধবার ওভাল অফিসে নেটো-র প্রধান মার্ক রুটের সঙ্গে এক বৈঠকেও ট্রাম্প সরাসরি বলেন, ‘‘আমার মনে হয় এ বার সময় এসেছে (শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার)। আমরা অনেক দিন অপেক্ষা করেছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement