ডোনাল্ড ট্রাম্প। — ফাইল চিত্র।
ভবিষ্যতে ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চান না। সোমবার স্পষ্ট করে সে কথা জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবধারিত ভাবেই তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তৃতীয় বার তাঁর প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কি? ট্রাম্প বলেন, “আমার সেটা করতে (প্রেসিডেন্ট হতে) ভালই লাগবে। আমার কাছে সেরা সংখ্যা আছে।” তাঁর পক্ষে যে যথেষ্ট সমর্থন রয়েছে, ট্রাম্প সে দিকেই ইঙ্গিত করতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, মার্কিন সংবাদমাধ্যমের ২২তম সংশোধনীতে বলা হয়েছে দুই দফায় প্রেসিডেন্ট থাকার পর আর কেউ ওই পদে থাকতে পারবেন না। ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত প্রথম দফায় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প। দ্বিতীয় দফায় ২০২৮ সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট থাকবেন তিনিই। সে অর্থে তৃতীয় বার হোয়াইট হাউসের বাসিন্দা হওয়ার সুযোগ ট্রাম্পের কাছে থাকার কথা নয়। এই পরিস্থিতিতে তৃতীয় বার প্রেসিডেন্ট হওয়ার জন্য ট্রাম্প আইনি লড়াই লড়বেন কি না, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। এক সাংবাদিক ট্রাম্পকে এই বিষয়ে প্রশ্ন করলে রসিকতার সুরেই ট্রাম্প বলেন, “আমি কি এটা (তৃতীয় বারের জন্য প্রেসিডেন্ট হওয়া) খারিজ করে দিইনি? আমি বলতে চাইছি যে, আপনিই বিষয়টি বলুন।” তার পরেই খানিক থেমে ট্রাম্প বলেন, “সত্যিই বিষয়টা নিয়ে ভাবছি।”
সোমবার মালয়েশিয়ায় আসিয়ান গোষ্ঠীর বৈঠক শেষ হওয়ার পর সেখান থেকে জাপানের উদ্দেশে উড়ে যান ট্রাম্প। বিমানে তাঁকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। ট্রাম্প বলেন, “ভাবনাটা ভীষণই ভাল।” তার পরেই খানিক সাবধানি হয়ে তিনি বলেন, “আমি এটা (ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা) করতেই পারি। কিন্তু করব না। সেটা ঠিক হবে না। মানুষ এটা পছন্দ করবে না।”
ট্রাম্প সমর্থকদের একাংশের আশা, ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করলে জয়ী হবেন ট্রাম্প। সে ক্ষেত্রে রিপাবলিকান পার্টির তরফে যিনি প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হবেন, তিনি কোনও না কোনও কারণ দেখিয়ে পদত্যাগ করবেন। আর তৃতীয় বারের জন্য হোয়াইট হাউসের বাসিন্দা হবেন ট্রাম্প। তবে মার্কিন সংবিধানের ১২তম সংশোধনীতে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট পদে থেকে কেউ প্রেসিডেন্ট হতে পারবেন না। সোমবার ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সম্ভাবনায় নিজেই জল ঢাললেন ট্রাম্প। তবে ইঙ্গিতপূর্ণ উত্তর দিয়ে জিইয়ে রাখলেন তৃতীয় বার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনার বিষয়টি।
গত জানুয়ারি মাসে ট্রাম্প উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রেখেছিলেন যে, তিনি ফের প্রেসিডেন্ট হওয়ার জন্য ভোটে লড়তে পারেন কি না। মার্চ মাসের গোড়ায় মার্কিন প্রশাসনের প্রথম সারির কর্তাব্যক্তিদের সামনেও নিজের এই ইচ্ছার কথা প্রকাশ্যে এনেছিলেন ট্রাম্প। তার পর রবিবার আমেরিকার ‘এনবিসি নিউজ়কে’ দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে প্রশ্নকর্ত্রীর উদ্দেশে বলেন, “উপায় আছে (তৃতীয় বার প্রেসিডেন্ট হওয়ার জন্য), যা আপনি অবলম্বন করতে পারেন। আপনি সেটা জানেন।”