Russia-Ukraine War

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর না করলে হতে পারে অর্থনৈতিক অবরোধ, পুতিনকে হুঁশিয়ারি ট্রাম্পের

ভলোদিমির জ়েলেনস্কির সম্মতি মেলার পরে তিন বছরের রুশ-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি হবে কি না, তা নির্ভর করছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১০:০০
Share:

(বাঁ দিক থেকে) ডোনাল্ড ট্রাম্প, ভলোদিমির জ়েলেনস্কি, ভ্লাদিমির পুতিন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি না হলে অর্থনৈতিক অবরোধের মুখে পড়তে পারে রাশিয়া। বুধবার এমনই হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ট্রাম্প জানিয়েছেন, তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ চলতি সপ্তাহের শেষে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মস্কো যাবেন।

Advertisement

রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। সৌদি আরবের জেড্ডায় আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর স্পষ্ট ভাষায় এ কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। এই পরিস্থিতিতে তিন বছরের রুশ-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি হবে কি না, তা নির্ভর করছে ক্রেমলিনের উপর। তাই ভ্লাদিমির পুতিনের উপর চাপ বাড়াতে ওভাল অফিসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প ওই মন্তব্য করেছেন বলে অনেকের ধারণা।

রুশ সরকারের একটি সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স বুধবার জানায়, পুতিন সম্ভবত যুদ্ধবিরতিতে রাজি হবেন না। ঘটনাচক্রে, তার পরেই ট্রাম্প ওই হুঁশিয়ারি দিয়েছেন মস্কোকে। জেড্ডায় রুবিওর সঙ্গে বৈঠকে যুদ্ধবিরতিতে জ়েলেনস্কির সম্মতিকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প। পাশাপাশি, মার্কিন প্রেসিডেন্ট আশাপ্রকাশ করেন যে শীঘ্রই মস্কোও এতে ইতিবাচক সাড়া দেবে। ওয়াশিংটন থেকে সংবাদমাধ্যমকে ট্রাম্প বলেন, ‘‘কিছু ক্ষণ আগে ইউক্রেন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এ বার রাশিয়ার পালা। আশা করি, পুতিনও এতে সম্মত হবেন। দুই দেশেই বহু মানুষ মারা যাচ্ছেন। আমরা এই যুদ্ধের অবসান চাই।’’ এর পরেই তাঁর মন্তব্য, ‘‘রাশিয়া যদি ইউক্রেনে সামরিক হানাদারি অব্যাহত রাখে তবে তারা গুরুতর অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে পারে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement