Donald Trump Tariff War

এ বার ১০০ শতাংশ শুল্ক বসাতে চান ট্রাম্প! দিলেন হুঁশিয়ারিও, মার্কিন প্রেসিডেন্টের নিশানা কারা?

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই বাড়তি শুল্কের ঘোষণা কার্যকর হলে ডিজিটাল প্রসেসর-নির্ভরশীল বৈদ্যুতিন সরঞ্জাম, গাড়ি, গৃহস্থালীতে ব্যবহৃত যন্ত্রপাতি-সহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ১৮:১২
Share:

ডোনাল্ড ট্রাম্প। ফাইল চিত্র।

আমেরিকায় উৎপাদন না করলে সেমিকন্ডাক্টর ও কম্পিউটার চিপে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যে সব কোম্পানি আমেরিকায় উৎপাদন শিল্পে বিনিয়োগ করেছে, তাদের এই শুল্ক থেকে ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

ওভাল অফিসে অ্যাপলের সিইও টিম কুকের সঙ্গে সাক্ষাতের পরে বুধবার রাতে (ভারতীয় সময়) ট্রাম্প বলেন, ‘‘আমরা চিপ এবং সেমিকন্ডাক্টরের উপর প্রায় ১০০ শতাংশ শুল্ক আরোপ করব। কিন্তু আপনি যদি তা আমেরিকাতে উৎপাদন করেন, তা হলে কোনও শুল্ক দিতে হবে না।’’ ঘটনাচক্রে, ট্রাম্পের ওই হুঁশিয়ারির আগেই অ্যাপল কর্ণধার কুক আমেরিকায় ৬০ হাজার কোটি ডলার (প্রায় ৫ লক্ষ ২৫ হাজার কোটি টাকা) বিনিয়োগের প্রতিশ্রুতি দেন।

ট্রাম্পের এই বাড়তি শুল্কের ঘোষণা কার্যকর হলে ডিজিটাল প্রসেসর-নির্ভর বৈদ্যুতিন সরঞ্জাম, গাড়ি, গৃহস্থালীতে ব্যবহৃত যন্ত্রপাতি-সহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে। ট্রাম্পের ১০০ শতাংশ শুল্ক-হুঁশিয়ারির পরেই প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বে সেমিকন্ডাকটর উৎপাদন শিল্পে অগ্রগণ্য দুই দেশ, তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়া। তাইওয়ানের ‘ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল’-এর প্রধান লিউ শিন-চিং জানান, বিশ্বের বৃহত্তম চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান টিএসএমসি আমেরিকায় বিনিয়োগ করায় তাদের বাড়তি শুল্ক দিতে হবে না। দক্ষিণ কোরিয়ার বাণিজ্য দূত ইয়ো হান-কুর দাবি, গত জানুয়ারিতেই আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ায় তাঁদের দেশের সংস্থাগুলির কোনও সমস্যা হবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement