Indian Girl

দুবাইয়ের এই ভারতীয় কিশোরীকে পেতে আগ্রহী আইভি লিগ বিশ্ববিদ্যালয়গুলি

সিমনে ইতিমধ্যেই একটি বই লিখে ফেলেছেন। ভারতীয় নারী পাচারের ওপর তাঁর লেখা বই ‘দ্যা গার্ল ইন দ্যা পিঙ্ক রুম’ বেশ কিছু স্কুলে শিক্ষক ও ছাত্ররা গবেষণার কাজে ব্যবহার করেন।

Advertisement
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৯ ১৮:৪০
Share:

মেধা জোরে মার্কিন মুলুকে ডাক পেয়েছেন ১৭ বছরের সিমন নূরালী। ছবি: টুইটার থেকে নেওয়া।

মেধার জোরে মার্কিন মুলুকে জায়গা করে নিতে চলেছেন দুবাইয়ের ১৭ বছর বয়সী ভারতীয় ছাত্রী সিমন নূরালী। তবে তাঁর কৃতিত্ব নজরকাড়া কারণ, তিনি ডাক পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাতটি আইভি লিগ বিশ্ববিদ্যালয় থেকেই।

Advertisement

সিমন দুবাইয়ের মার্দিফে আপটাউন স্কুলে গত ৯ বছর ধরে ‘এ’ গ্রেড নিয়ে পাস করেছেন। এবার তিনি আইভি লিগ স্কুল থেকে উচ্চ শিক্ষার জন্য ডাক পেয়েছেন। এই আইভি লিগ স্কুলের মধ্যে রয়েছে ডার্টমাউথ কলেজ অ্যান্ড দ্যা ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া, বার্কলের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, জন হপকিন্স ইউনিভার্সিটি, ইমরি ইউনিভার্সিটি, জর্জ টাউন ইউনিভার্সিটি ও জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি।

দুবাইয়ের একটি সংবাদপত্রকে সিমন জানিয়েছে, তিনি মনে করেন না এই বিশ্ববিদ্যালয়গুলিতে সুযোগ পাওয়ার ক্ষেত্রে কোনও গোপন রহস্য রয়েছে।

Advertisement

সিমনে ইতিমধ্যেই একটি বই লিখে ফেলেছেন। ভারতীয় নারী পাচারের ওপর তাঁর লেখা বই ‘দ্যা গার্ল ইন দ্যা পিঙ্ক রুম’ বেশ কিছু স্কুলে শিক্ষক ও ছাত্ররা গবেষণার কাজে ব্যবহার করেন।

আরও পড়ুন : দক্ষ কর্মীদের জন্য আরও মার্কিন ভিসা!

আরও পড়ুন : নোত্র দাম গির্জা বন্ধ থাকবে পাঁচ বছর, পুনর্নির্মাণে দিশা দেখাচ্ছেন প্রয়াত গবেষক

ওই সাত বিশ্ববিদ্যালয়ের যেখানে আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনীতির ওপর পড়াশোনা করার ভাল সুযোগ পাবেন সেখানেই যাবেন বলে জানিয়েছেন সিমন। পড়ুয়াদের প্রতি সিমনের পরামর্শ, মন যা চায় সেটাই করা উচিত, জোর করে কিছু করা উচিত নয়।

মেয়ের এই সাফল্যের পর সিমনের বাবা বলেছেন, এটা একটা বড় উদাহরণ যা প্রমাণ করে, পড়ুয়ারা যদি চেষ্টা করে তবে তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারে, তাদের সেই সাফল্য বাবা মাকে অর্থের বিনিময়ে কিনে দিতে হয় না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন