Earthquake in Russia

আবার ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব রাশিয়া! রবিবার দুপুরে কুরিল দ্বীপপুঞ্জে ৬.৭ মাত্রার ভূকম্পন

গত বুধবার রাশিয়ার পূর্বে কামচাটকা উপদ্বীপ ভূমিকম্পে কেঁপে ওঠে। শক্তিশালী এই ভূমিকম্পের ফলে আছড়ে পড়ে সুনামিও। ইউএসজিএস-এর তথ্য বলছে, ৮.৮ মাত্রার সেই ভূমিকম্পের পর থেকে এখনও পর্যন্ত পূর্ব রাশিয়ার বিস্তীর্ণ এলাকায় ১২৫টিরও বেশি ভূকম্প পরবর্তী কম্পন (আফটারশক) অনুভূত হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ১৩:৪৯
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া! ভারতীয় সময় অনুযায়ী রবিবার বেলার দিকে পূর্ব রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৭। প্রসঙ্গত, শনিবার ওই একই এলাকায় ৬.৩ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। ফলে একের পর এক ভূমিকম্পে আতঙ্ক বেড়েছে।

Advertisement

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের রিপোর্ট অনুযায়ী, ভারতীয় সময় অনুযায়ী রবিবার বেলায় রাশিয়ার পূর্বের কুরিল দ্বীপপুঞ্জে ৬.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার (৬.২ মাইল) নীচে। প্রাথমিক ভাবে কম্পনের মাত্রা ৬.৩৫ বলে অনুমান করা হয়েছিল। পরে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, আদতে কম্পনের মাত্রা ছিল ৬.৭। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ ব্যবস্থাও জানিয়েছে, রবিবারের ওই ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় ৭-এর কাছাকাছি। তবে ভূমিকম্পের পর নতুন করে সুনামির সতর্কতা জারি করা হয়নি।

প্রসঙ্গত, গত বুধবার রাশিয়ার পূর্বে কামচাটকা উপদ্বীপ ভূমিকম্পে কেঁপে ওঠে। শক্তিশালী এই ভূমিকম্পের ফলে আছড়ে পড়ে সুনামিও। রাশিয়ার পাশাপাশি জাপানের হোক্কাইডো উপকূলবর্তী এলাকাতেও সুনামি আছড়ে পড়ে। ইউএসজিএস-এর তথ্য বলছে, ৮.৮ মাত্রার সেই ভূমিকম্পের পর থেকে এখনও পর্যন্ত পূর্ব রাশিয়ার বিস্তীর্ণ এলাকায় ১২৫টিরও বেশি ভূকম্প পরবর্তী কম্পন (আফটারশক) অনুভূত হয়েছে। এর মধ্যে তিনটি কম্পনের মাত্রা ছিল ৬.০ বা তার বেশি। এগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালীটি ছিল ৬.৯ মাত্রার এবং সবচেয়ে কম শক্তিশালী কম্পনের মাত্রা ছিল ৪.৪। তার মধ্যে আবার রবিবারই প্রায় ৬০০ বছর পরে জেগে উঠেছে কামচাটকার ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরি। রাশিয়ার সংবাদমাধ্যম আরআইএ এবং বিজ্ঞানীদের একাংশ মনে করছেন, পর পর ভূমিকম্পের জেরেই জেগে উঠেছে এই আগ্নেয়গিরি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement