মালির রাজধানী বামাকোয় ইউরোপীয় ইউনিয়নের সেনাঘাঁটিতে হামলা চালাল জঙ্গিরা। সে সময় সেনা প্রশিক্ষণ চলছিল ওই ঘাঁটিতে। ঘটনায় কেউ হতাহত হননি বলেই সূত্রের খবর। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সেনাঘাঁটিতে ঢোকার চেষ্টা করার সময়েই নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলির লড়াই হয় জঙ্গিদের। এক জঙ্গি নিহত হয়। কোনও জঙ্গি গোষ্ঠী এখনও ঘটনার দায় স্বীকার করেনি।