ঢাকার খেতাবে না রুষ্ট মিরের

তাঁর বাবা ওয়ারিশ মিরকে দেওয়া বাংলাদেশ সরকারের পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন পাকিস্তানের সাংবাদিক হামিদ মির। শুক্রবার এই ঘোষণা করে হামিদ অভিযোগ করেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক শেষ করে দেওয়ার পথে হাঁটছেন। তার প্রতিবাদেই এই সিদ্ধান্ত।

Advertisement

সংবাদ সংস্থা

ইসলামাবাদ শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৭ ০২:৪৮
Share:

ওয়ারিশ মির ও হামিদ মির

তাঁর বাবা ওয়ারিশ মিরকে দেওয়া বাংলাদেশ সরকারের পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন পাকিস্তানের সাংবাদিক হামিদ মির। শুক্রবার এই ঘোষণা করে হামিদ অভিযোগ করেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক শেষ করে দেওয়ার পথে হাঁটছেন। তার প্রতিবাদেই এই সিদ্ধান্ত।

Advertisement

মুক্তিযুদ্ধের সময়ে পূর্ব পাকিস্তানে খান সেনাদের নির্যাতনের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে লিখেছিলেন ‘জং’ পত্রিকার সাংবাদিক ওয়ারিশ মির। ২০১৩-য় ওয়ারিশ-সহ পাকিস্তানের ১৩ জনকে ‘বাংলাদেশের বিদেশি বন্ধু’ পুরস্কার দেওয়া হয়। ১৯৭১-এর ২৫ মার্চ পূর্ব পাকিস্তান জুড়ে গণহত্যা চালিয়েছিল খান সেনারা। অধুনা প্রয়াত ওয়ারিশ মিরের প্রতিবেদনে তার বহু কাহিনি উঠে এসেছিল। তাঁর পুত্র হামিদও একাধিক বার দাবি জানিয়েছেন, একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের উচিত বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া। শুক্রবার তিনি বলেন, ‘‘শেখ হাসিনা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাকে। কিন্তু বাস্তবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্নই করতে চলেছেন তিনি।’’ হামিদ বলেছেন, প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদ জানাতেই তিনি বাবার পুরস্কার ফেরাচ্ছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন