International news

এই গুহায় বিনা বাধায় উড়ে যাবে বোয়িং ৭৪৭, ফিট হয়ে যাবে ৪০ তলা স্কাইস্ক্র্যাপার

যার শুরু আছে কিন্তু শেষ দেখা যায় না। এই গুহার আকার জানলে অবাক হবেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৭:২৬
Share:
০১ ১১

হ্যাং সন ডুং। বিশ্বের সবচেয়ে বড় গুহা। যার শুরু আছে কিন্তু শেষ দেখা যায় না। এই গুহার আকার জানলে অবাক হবেন।

০২ ১১

১৯৯১ সালে প্রথম এই গুহার খোঁজ পান ভিয়েতনামের হো খানহ নামে এক ব্যক্তি। ভিয়েতনামের বো টাচ জেলায় অবস্থিত।

Advertisement
০৩ ১১

জঙ্গলে খাদ্য সংগ্রহ করতে গিয়ে গুহাটির খোঁজ পেয়েছিলেন তিনি। কিন্তু গুহার গভীরতা এতটাই ছিল যে, স্থানীয় মানুষেরা কেউই ভিতরে নামার সাহস করে উঠতে পারেননি।

০৪ ১১

২০০৯ সালে সারা বিশ্বের সামনে আসে এই গুহা। ব্রিটিশ কেভ রিসার্চ অ্যাসোসিয়েশনের গুহাবিদেরা এই গুহায় নেমে রিসার্চ করার পর।

০৫ ১১

২০০ ফুট উঁচু একটি ফ্লোস্টোন দেওয়ালের কাছে পৌঁছে তাঁদের রিসার্চ বাধাপ্রাপ্ত হয়। প্রধানত ক্যালসিয়াম কার্বনেট দিয়ে গঠিত এই দেওয়াল বরাবর জল ২০০ ফুট নীচের দিকে নামছিল।

০৬ ১১

২০১০ সালে আড়াআড়ি গুহাটার শেষে পৌঁছয় ওই রিসার্চ দল। বিশালাকার এই গুহার দেওয়ালকে ‘গ্রেট ওয়াল অব ভিয়েতনাম’ বলা হয়।

০৭ ১১

বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গুহা এটি। দৈর্ঘ্যে ৫ কিলোমিটার, উচ্চতায় ৬৬০ ফুট এবং চওড়ায় ৪৯০ ফুট।

০৮ ১১

একে আড়াআড়ি ভাগ করলে যা দাঁড়ায়, তা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গুহা মালয়েশিয়ার ডিয়ার কেভ-এর চেয়েও আকারে বড়।

০৯ ১১

২০১৯ সালে জানা যায় যে, গুহাটি নিকটবর্তী হ্যাং থুং গুহার সঙ্গে যু্ক্ত। যার ফলে গুহাটির আকার আরও বেড়ে গিয়েছে।

১০ ১১

গুহার আকার এতটাই বড় যে, ৪০ তলা স্কাইস্ক্র্যাপার-সহ নিউ ইয়র্ক শহরের একটা ব্লককে এই গুহার মধ্য ফিট করা যাবে।

১১ ১১

বা এতটাই বড় যে, কোনওরকম বাধা-বিপত্তি ছাড়াই একটি বোয়িং ৭৪৭ বিমান উড়ে যেতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement