Video News

পান্ডাদের আদরের ঠেলায় হিমশিম খেলেন এই মহিলা!

পান্ডা বললেই চোখের সামনে একটা গোলগাল সাদা-কালো তুলতুলে আদুরে প্রাণির মুখ ভেসে ওঠে। ঠিক যেন জীবন্ত সফ্ট টয়! পান্ডা দেখলেই জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছে হয়!

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ মে ২০১৭ ১২:২৬
Share:

ছবি: ফেসবুক।

পান্ডা বললেই চোখের সামনে একটা গোলগাল সাদা-কালো তুলতুলে আদুরে প্রাণির মুখ ভেসে ওঠে। ঠিক যেন জীবন্ত সফ্ট টয়! পান্ডা দেখলেই জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছে হয়! কিন্তু জানেন কী, পান্ডারাও খুব আদর পেতে ভালবাসে। তারাও চায় সারা ক্ষণ কেউ তাদের আদর করুক। কিন্তু এ বার পান্ডার আদরের ঠেলায় রীতিমতো হিমশিম খেলেন এক মহিলা ন্যানি।

Advertisement

গোটা ঘটনাটি ধরা পড়েছে এক প্রত্যক্ষদর্শীর ভিডিওয়। আর সেই ভিডিও ফেসবুকে পোস্ট হতেই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। শুক্রবার ‘আইপান্ডা’ নামে একটি সংস্থা পোস্ট করেছে এই ভিডিওটি। পোস্ট করার মাত্র ১৩ ঘণ্টার মধ্যেই প্রায় দেড় লক্ষ মানুষ দেখেছেন এই ভিডিওটি। ভিডিওটি শেয়ার হয়েছে ২,২০০-র-ও বেশি আর প্রায় ৬, ৪০০ রিঅ্যাক্সান জমা হয়েছে এই পোস্টের নীচে।

আরও পড়ুন: গভীর সমুদ্রে বসানো এই ডাক বাক্সে ফি বছর চিঠি পড়ে ২০০০!

Advertisement

দেখুন ভিডিও:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement