চিকিৎসকের মৃত্যু

করাচির এক হাসপাতালে রহস্যজনক ভাবে এক ভারতীয় চিকিৎসকের মৃত্যু হয়েছে। নাম অনিল কুমার (৩২)। পুলিশ জানিয়েছে, অনিলবাবু ওই হাসপাতালের চিকিৎসক। শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ তিনি ডিউটিতে যোগ দেন।

Advertisement
শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৬ ০২:৫৮
Share:

করাচির এক হাসপাতালে রহস্যজনক ভাবে এক ভারতীয় চিকিৎসকের মৃত্যু হয়েছে। নাম অনিল কুমার (৩২)। পুলিশ জানিয়েছে, অনিলবাবু ওই হাসপাতালের চিকিৎসক। শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ তিনি ডিউটিতে যোগ দেন। পরে সাড়া না পেয়ে আইসিইউয়ের দরজা ভেঙে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগে নিজের হাতে ইঞ্জেকশন নেন ও ব্যান্ডেজ করেন তিনি। ঘটনাস্থল থেকে একটি সিরিঞ্জ উদ্ধার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement