হংকঙের অগ্নিদগ্ধ সেই সাত বহুতল। ছবি: রয়টার্স।
হংকঙের সাত বহুতল আবাসনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১২৮। তবে এখনও নিখোঁজ অনেকে। স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, উদ্ধারকাজ প্রায় শেষ। উত্তর তাই পো জেলার ওয়াং ফুক হাউসিং কমপ্লেক্সে আটটি বহুতল রয়েছে। তার মধ্যে সাতটিতে আগুন লেগে গিয়েছিল বুধবার। টানা দু’দিন ধরে সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। অবশেষে শুক্রবার প্রশাসনের তরফে জানানো হল, বহুতলের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
স্থানীয় সূত্রে খবর, এখনও ওই বহুতলগুলিতে অনেকের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। তবে কত জন সেই সংখ্যাটা স্পষ্ট নয়। যদিও উদ্ধারকাজ শেষ করা হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। বৃহস্পতিবার প্রশাসনের তরফে জানানো হয়েছিল ২৭৯ জন নিখোঁজ। তবে তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি তারা।
হংকং পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট আইলিন চুং সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, ‘‘বহুতলের নির্মাণকাজের দায়িত্বে থাকা ব্যক্তিরা চরম অবহেলা করেছিলেন। তার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। আমাদের এমনটা মনে করার যথেষ্ট কারণও রয়েছে। তাঁদের গাফিলতিতেই আগুন অনিয়ন্ত্রিত ভাবে ছড়িয়ে পড়ে, যার ফলে এত বড় ঘটনা ঘটে যায়।’’ ইতিমধ্যে ওই সংস্থার তিন আধিকারিককে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে দু’জন সংস্থার ডিরেক্টর। তৃতীয় জন সংস্থার এক ইঞ্জিনিয়ার।
বুধবার দুপুর সাড়ে ৩টে নাগাদ হংকঙের ‘ওয়াং ফুক কোর্ট’ নামের ওই আবাসনে আগুন ধরে যায়। গত ১৭ বছরে হংকংয়ে এত বড় অগ্নিকাণ্ড ঘটেনি। আটটি ব্লক নিয়ে তৈরি ওই আবাসনে সব মিলিয়ে প্রায় ৪৮০০ লোকের থাকার ব্যবস্থা রয়েছে। তারই এক দিকে চলছিল নির্মাণকাজ। ‘ওয়াং ফুক কোর্ট’-এর আটটি ব্লকের সাতটি আবাসন মিলিয়ে প্রায় ২০০০টি আবাসন রয়েছে। প্রতিটি বহুতল আবাসনে রয়েছে ৩৫টি করে তলা। তার মধ্যেই কোনও একটিতে আগুন ধরে।