Tourists Stranded in Everest

নেপালে হিমালয়ের পাদদেশে আটকে কয়েকশো পর্যটক, ভারী বৃষ্টিতে বাতিল সব উড়ান

তারা এয়ারলাইন্সের লুকলা বিমানবন্দরের ইনচার্জ অমৃত মাগার জানিয়েছেন, তাঁদের বিমান সংস্থা থেকে টিকিট বুক করেছিলেন অন্তত ১,৫০০ জন পর্যটক। তাঁরা সকলেই লুকলায় আটকে পড়েছেন। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আপাতত ভারী বৃষ্টি এবং তুষারপাত থামার কোনও সম্ভাবনা নেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ২৩:৩৭
Share:

খারাপ আবহাওয়ার কারণে নেপালের এভারেস্ট অঞ্চলে আটকে পড়লেন কয়েকশো পর্যটক। ছবি: সংগৃহীত।

খারাপ আবহাওয়ার কারণে নেপালের এভারেস্ট অঞ্চলে আটকে পড়লেন কয়েকশো পর্যটক। সরকারি সূত্রে খবর, গত তিন দিন ধরে টানা বৃষ্টিতে সেখানে বহু উড়ান বাতিল হয়েছে। যার জেরে কার্যত সেখানে বন্দি হয়ে পড়েছেন অনেকই।

Advertisement

সংবাদসংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, প্রতিকূল আবহাওয়ার কারণে লুকলার তেনজিং-হিলারি বিমানবন্দরে টানা তিন দিন ধরে উড়ান পরিষেবা স্থগিত রাখা হয়েছে। একে অবিরাম ভারী বৃষ্টি, সঙ্গে মেঘলা আকাশ এবং কুয়াশার জেরে বিমানবন্দরের আশপাশের এলাকায় দৃশ্যমানতা অত্যন্ত কমে গিয়েছে। লুকলা মাউন্ট এভারেস্ট-সহ এই অঞ্চলের একাধিক শৃঙ্গের প্রবেশদ্বার। ফলে নেপালের বেশির ভাগ পার্বত্য এলাকায় যেতে পর্যটকদের লুকলা হয়েই যেতে হয়। তাই বিমান বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা।

সোলুখুম্বু জেলার সহকারী প্রধান জেলাকর্তা সুরেন্দ্র থাপা জানিয়েছেন, টানা বৃষ্টিতে দৃশ্যমানতা কম থাকার কারণে বৃহস্পতিবার থেকে বিমান চলাচল বন্ধ রয়েছে। ফলে তিন দিন আগে এভারেস্ট বেস ক্যাম্পে ট্রেকিং সেরে যে সব ট্রেকার ও পর্যটক লুকলায় ফিরে এসেছিলেন, তাঁরা কাঠমান্ডুতে যাওয়ার কোনও উড়ান পাননি। সুরেন্দ্রর কথায়, ‘‘পর্যটনের মরসুমে প্রতি দিন কয়েক ডজন বিমান চলাচল করে। কিন্তু এখন সবগুলিই স্থগিত রাখা হয়েছে। ফলে লুকলা এবং আশপাশের হোটেলগুলি পর্যটকে ভরে গিয়েছে। একই দশা নামচে বাজারেও।’’

Advertisement

তারা এয়ারলাইন্সের লুকলা বিমানবন্দরের ইনচার্জ অমৃত মাগার জানিয়েছেন, তাঁদের বিমান সংস্থা থেকে টিকিট বুক করেছিলেন অন্তত ১,৫০০ জন পর্যটক। তাঁরা সকলেই লুকলায় আটকে পড়েছেন। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আপাতত ভারী বৃষ্টি এবং তুষারপাত থামার কোনও সম্ভাবনা নেই। বরং আগামী কয়েক দিনে কোশি-সহ কিছু কিছু পাহাড়ি এলাকায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement