Israel-Iran Conflict

‘ইরানের উপর হামলার পরিণতি ভয়াবহ হতে পারে’! পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জের পরমাণু সংস্থা

বৃহস্পতিবার আইএইএ-র অভিযোগ করেছিল, আন্তর্জাতিক বিধিনিষেধ না মেনে পরমাণু কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তেহরান। গত দু’দশকের মধ্যে প্রথম বার ইরান এমন কাজ করছে বলেও জানিয়েছিল আইএইএ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৫ ২৩:৪২
Share:

রাষ্ট্রপুঞ্জ নিয়ন্ত্রিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার জেনারেল রাফায়েল মারিয়ানো গ্রোসি। ছবি: সংগৃহীত।

ইরানের পারমাণুকেন্দ্র এবং সামরিক ঘাঁটিগুলির উপর ওপর ইজ়রায়েলের বৃহস্পতিবারের বিমান হামলাকে গভীরভাবে উদ্বেগজনক বলে মন্তব্য করে রাষ্ট্রপুঞ্জ নিয়ন্ত্রিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।

Advertisement

শুক্রবার সংস্থার ডিরেক্টর জেনারেল রাফায়েল মারিয়ানো গ্রোসি বলেছেন, ‘‘আমি বারবার বলেছি, পারমাণু কেন্দ্রগুলির উপর কোনও অবস্থাতেই হামলা করা উচিত নয়। কারণ তা মানুষের জীবন ও পরিবেশের জন্য মারাত্মক হয়ে উঠতে পারে। এই ধরনের হামলা পারমাণু নিরাপত্তা, সুরক্ষা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার ক্ষেত্রে গুরুতর বিপদ ডেকে আনতে পারে। পাশাপাশি এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলে দেয়।’’

ঘটনাচক্রে, বৃহস্পতিবার আইএইএ-র অভিযোগ করেছিল, আন্তর্জাতিক বিধিনিষেধ না মেনে পরমাণু কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তেহরান। গত দু’দশকের মধ্যে প্রথম বার ইরান এমন কাজ করছে বলেও জানিয়েছিল আইএইএ। তার কয়েক ঘণ্টা পরেই দু’শোর বেশি ইজ়রায়েলি বিমান হামলা করে ইরানে! সম্প্রতি, আইএইএ জানিয়েছিল, ইরান পরমাণু বোমা বানানোর উদ্দেশে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালাচ্ছে। আইএইএ-কে তার জবাবে ইরান জানায়, বিদ্যুৎ উৎপাদনের জন্যই ৬০ শতাংশ পরিশুদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করা হচ্ছে। কিন্তু গ্রোসি সে সময় তেহরানের ওই সাফাই খারিজ করেছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement