Donald Trump

ট্রাম্পের হয়ে গলা ফাটালেন নিকি

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে উত্তর কোরিয়ার চেয়ারম্যান কিম জং উনের যাবতীয় আস্ফালনের জন্য দায়ী করেছেন  নিকি।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২০ ০৬:০৪
Share:

ডোনাল্ড ট্রাম্পের পক্ষেই প্রচার নিকি হ্যালের।

কিছু দিন আগেও ডোনাল্ড ট্রাম্পের থেকে দূরত্ব বজায় রেখে চলছিলেন তিনি। কিন্তু গত কাল ওয়াশিংটনে শুরু হওয়া দলীয় কনভেনশনে নিজের বক্তৃতায় প্রেসিডেন্টের হয়েই সওয়াল করলেন ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান নেত্রী নিকি হ্যালি।

Advertisement

ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন আর তাঁর দলকে তীব্র আক্রমণ করে নিকি বলেছেন, ‘‘এখন ডেমোক্র্যাটদের একটা চল হয়েছে আমেরিকাকে জাতিবিদ্বেষী রাষ্ট্র হিসেবে তুলে ধরা। এটা একটা ভয়ঙ্কর মিথ্যে। আমেরিকা জাতিবিদ্বেষকে সমর্থন করে না। আমি নিজে অভিবাসী পরিবারের মেয়ে। আমার বাবা পাগড়ি পরতেন, মা শাড়ি। সাদা-কালোর জগতে আমি ছিলাম বাদামি। কিন্তু এই বাদামি মেয়েকেই সাউথ ক্যারোলাইনার মানুষ প্রবল ভাবে সমর্থন করেছেন, ভালবেসেছেন। তাই আমি সেখানকার প্রথম মহিলা গভর্নর হতে পেরেছি।’’

গত কাল থেকে ওয়াশিংটনে শুরু হয়েছে রিপাবলিকানদের চার দিনের জাতীয় কনভেনশন। ডেমোক্র্যাটদের মতোই যার বেশিটা হচ্ছে ভার্চুয়ালি। আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বক্তৃতা দেবেন ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

কনভেনশনের শুরুতেই কাল ট্রাম্পের হয়ে গলা ফাটিয়েছেন প্রেসিডেন্ট-পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, কৃষ্ণাঙ্গ রিপাবলিকান সেনেটর টিম স্কট এবং নিকির মতো ব্যক্তিত্ব। প্রত্যেকেই প্রত্যাশিত ভাবে জো বাইডেন-কমলা হ্যারিস জুটিকে তীব্র আক্রমণ করেছেন। জানিয়েছেন, ডেমোক্র্যাটরা ক্ষমতায় ফিরলে আমেরিকা সমাজতান্ত্রিক কল্পরাজ্যে পরিণত হবে।

ইতিহাসের উল্টো পথে হেঁটে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে উত্তর কোরিয়ার চেয়ারম্যান কিম জং উনের যাবতীয় আস্ফালনের জন্য দায়ী করেছেন নিকি। তথ্য অবশ্য বলছে ওবামাই সবার আগে রাষ্ট্রপুঞ্জের কাছে দরবার করে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞার ব্যবস্থা করেছিলেন। তবে বাইডেন-কমলার পাশাপাশি নিকির ওবামাকে আক্রমণের মধ্যে অন্য ইঙ্গিত পাচ্ছেন কূটনীতিকেরা। অনেকের বক্তব্য, শুধু প্রেসিডেন্ট পদপ্রার্থীকে সমর্থনই নয়, কালকের বক্তৃতায় ২০২৪-এর প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিজের রাস্তা তৈরি করে রাখতে চেয়েছেন রাষ্ট্রপুঞ্জে আমেরিকার এই প্রাক্তন দূত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন