ভারতীয় পড়ুয়ারা কাজ করুন, চান স্যামন্ড

স্কটল্যান্ড স্বাধীন হলে সে দেশে পড়াশোনার পরে চাকরি করার সুযোগ পাবেন ভারতীয় শিক্ষার্থীরা। এ কথা জানিয়েছেন স্কট স্বাধীনতার আন্দোলনের অন্যতম নেতা অ্যালেক্স স্যামন্ড। ১৯ সেপ্টেম্বর ব্রিটেন থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নে ভোট দেবেন স্কটল্যান্ডের বাসিন্দারা। ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত সমীক্ষার ফল অনুযায়ী, বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নে কার্যত দ্বিধাবিভক্ত স্কটল্যান্ড। তবে স্যামন্ড স্বাধীনতা নিয়ে আত্মবিশ্বাসী।

Advertisement

শ্রাবণী বসু

এডিনবরা শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৪ ০২:২২
Share:

স্কটল্যান্ড স্বাধীন হলে সে দেশে পড়াশোনার পরে চাকরি করার সুযোগ পাবেন ভারতীয় শিক্ষার্থীরা। এ কথা জানিয়েছেন স্কট স্বাধীনতার আন্দোলনের অন্যতম নেতা অ্যালেক্স স্যামন্ড।

Advertisement

১৯ সেপ্টেম্বর ব্রিটেন থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নে ভোট দেবেন স্কটল্যান্ডের বাসিন্দারা। ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত সমীক্ষার ফল অনুযায়ী, বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নে কার্যত দ্বিধাবিভক্ত স্কটল্যান্ড। তবে স্যামন্ড স্বাধীনতা নিয়ে আত্মবিশ্বাসী। তাঁর মতে, স্কটরা স্বাধীনতা পেতে উদগ্রীব। লন্ডনের নেতাদের কথায় তাঁরা আর ভুলবেন না। এখন স্কটল্যান্ডে বিচ্ছিন্ন হওয়ার বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

অভিবাসন নিয়ন্ত্রণ করতে ইতিমধ্যেই ‘টায়ার ১’ ভিসা দেওয়া বন্ধ করেছে ডেভিড ক্যামেরন সরকার। ফলে, পড়াশোনার পরে দু’বছর ব্রিটেনে থেকে কাজ করার সুযোগ হারিয়েছেন ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (ইইএ)-এর বাইরের দেশ থেকে আসা পড়ুয়ারা। ২০১৪ সালে স্কটল্যান্ড-সহ ব্রিটেনের বিশ্ববিদ্যালয়ে ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা কমে গিয়েছে। স্কটল্যান্ডে এই কমে যাওয়ার পরিমাণ ২৬ শতাংশ।

Advertisement

স্কটিশ ন্যাশনাল পার্টির নেতা স্যামন্ড জানিয়েছেন, ভারতীয় শিক্ষার্থীদের নিয়ে ব্রিটিশ সরকারের বর্তমান নীতি মোটেই ঠিক নয়। স্কটল্যান্ড স্বাধীন হলে সে দেশের বিশ্ববিদ্যালয়ে ভারতীয় পড়ুয়াদের সংখ্যা বাড়াতে চাইবেন তাঁরা। স্যামন্ডের কথায়, “এ দেশে পড়াশোনা করতে অনেক খরচ হয় ভারতীয়দের। সেই খরচ মেটাতে তাঁদের যে এ দেশে চাকরি করা প্রয়োজন তা আমরা বুঝি। সে জন্যই স্বাধীন স্কটল্যান্ডে পড়াশোনার পরে চাকরি করার সুযোগ পাবেন ভারতীয়রা।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন