হড়পা বান এবং ধসে বিপর্যস্ত ইন্দোনেশিয়ায় চলছে উদ্ধারকাজ। ছবি: রয়টার্স।
হড়পা বান এবং ধসে বিপর্যস্ত ইন্দোনেশিয়ায় ভূমিকম্প। ৬.৬ মাত্রা (মার্কিন ভূতত্ত্ব পর্যবেক্ষক সংস্থা বা ইউএসজিএস-এর দেওয়া তথ্য অনুযায়ী)-র কম্পনে কেঁপে উঠল সুমাত্রা দ্বীপ। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থলটি ছিল সে দেশের আকে প্রদেশের কাছে, মাটির ১০ কিলোমিটার গভীরে। আপাতত কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। তবে হড়পা বান এবং ধসে বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ইতিমধ্যেই প্রায় ৩০ জনের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের পর এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘূর্ণিঝড়় আছড়ে পড়ার পরেই ইন্দোনেশিয়ার একাংশে হড়পা বান দেখা যায়। ধস নেমে অবরুদ্ধ হয়ে পড়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা। এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সে দেশের উত্তর সুমাত্রা প্রদেশ। বৃহস্পতিবার শুধু ওই প্রদেশ থেকেই প্রায় ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ বেশ কয়েক জন। উত্তর সুমাত্রা থেকে ৮০০০ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ধসের কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে ভূমিকম্প উদ্ধারকাজকে আরও ব্যাহত করল বলেই আশঙ্কা করা হচ্ছে।
তবে কেবল ভূমিকম্পের জন্য ইন্দোনেশিয়ায় কারও প্রাণহানি হয়েছে কি না, তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। ভূতাত্ত্বিক ভাবে ইন্দোনেশিয়া এমনতিই ভূকম্পপ্রবণ রিং অফ ফায়ার বা প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ের কাছে অবস্থিত। মাঝেমধ্যেই সে দেশে স্বল্প বা মাঝারি মাত্রার ভূমিকম্প হয়। তবে বৃহস্পতিবারের কম্পনের মাত্রা গত কয়েকটি ভূমিকম্পের তুলনায় জোরালো।