Brazil Influencer Attacked

‘লাইভ’ চলাকালীন এলোপাথাড়ি কোপ নেটপ্রভাবীকে! বিচ্ছেদের প্রতিশোধ নিলেন প্রেমিক

ব্রাজ়িলের নেটপ্রভাবী তরুণীকে ‘লাইভ’ চলাকালীন আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ। তাঁর প্রেমিক তাঁকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মারেন। সেই হামলার সরাসরি সম্প্রচার হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ১২:১৭
Share:

ব্রাজ়িলের নেটপ্রভাবীকে সমাজমাধ্যমে ‘লাইভ’ চলাকালীন আক্রমণ করা হয়েছে। ছবি: সংগৃহীত।

প্রতি দিনের মতো সমাজমাধ্যমে ‘লাইভ’ করছিলেন তরুণী। সেই সময়েই ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর ঝাঁপিয়ে পড়লেন প্রেমিক! ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মারলেন। সরাসরি সম্প্রচার হল সেই হামলা! তরুণীকে চোখের সামনে রক্তাক্ত হতে দেখলেন তাঁর হাজার হাজার অনুগামী। প্রাণে অবশ্য বেঁচে গিয়েছেন ২২ বছরের লুনা অ্যামব্রোজ়েভিসিয়াস আব্রাহাও। তবে ব্রাজ়িলের এই তরুণী এখনও হাসপাতালে। তাঁর প্রেমিক পলাতক।

Advertisement

ইনস্টাগ্রামে পরিচিত মুখ লুনা। তাঁর অনুগামীর সংখ্যা তিন লক্ষের কাছাকাছি। সাও পাওলোর বাড়ি থেকে তাঁদের সামনেই অন্যান্য দিনের মতো লাইভ করছিলেন তরুণী। প্রেমিক অ্যালেক্স ওলিয়েভিরার সঙ্গে থাকতেন তিনি। কিন্তু সম্প্রতি তাঁদের প্রেম ভেঙে গিয়েছিল। লুনা এবং অ্যালেক্সের চার বছর বয়সি কন্যাও রয়েছে। অভিযোগ, আচমকা ছুরি নিয়ে সামনে চলে আসেন অ্যালেক্স। ‘লাইভের’ তোয়াক্কা করেননি। পর পর ন’বার তিনি ছুরি দিয়ে আঘাত করেন লুনাকে। এতটাই জোরে আঘাত করেছিলেন যে, ছুরিটিও ভেঙে যায়। এর পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত।

সমাজমাধ্যমে এই ভিডিয়ো ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে। পরে অবশ্য ভিডিয়োটি মুছে দেওয়া হয়েছে। যাঁরা সরাসরি ঘটনাটি ঘটতে দেখেছেন, তাঁরাই পুলিশে খবর দেন। লুনাকে বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে তাঁর চিকিৎসা চলছে। তবে লুনার অবস্থা গুরুতর বলেই জানাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এখনও তাঁর প্রেমিকের খোঁজ মেলেনি। লুনার প্রতিবেশীরা জানিয়েছেন, প্রায়ই তাঁকে মারধর করতেন অ্যালেক্স। অভিযুক্তের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা এবং খুনের চেষ্টার মামলা রুজু করেছে ব্রাজ়িলের পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement