Offbeat

এই জুতোর রং কী বলুন তো?

ধাঁধাঁটা আর কিছুই না এক জোড়া জুতো। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই জুতো নিয়েই সম্প্রতি মাথা ঘামাচ্ছে আট থেকে আশি। বিষয়টা জুতো নয়, আসলে জুতোর রং। এক জোড়া জুতোর ছবি দিয়ে ফেসবুকে প্রশ্ন করা হয়েছে ওই জুতো জোড়ার রং বলতে পারলেই বোঝা যাবে আপনার আইকিউ কেমন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৭ ১০:৪৬
Share:

বলুন তো এই জুতোর রঙ কী? ছবি: টুইটারের সৌজন্যে।

সারা দিনের কাজে ক্লান্ত? একটু ব্রেক চাইছেন? চটপট অন করে ফেলুন ইন্টারনেট। আপনার জন্য ফের মজার ধাঁধাঁ নিয়ে হাজির ফেসবুক। তবে তার জন্য একটু বুদ্ধি খরচ করতে হবে। তবে ধাঁধাঁর সমাধান খুবই সহজ। দেখুন তো পারেন কি না?

Advertisement

আরও পড়ুন:

বিচিত্র রকমের আলোর উৎসব বিশ্বজুড়ে

Advertisement

রূপকথা নয়, বাস্তবেই ছিল ড্রাগন! দাবি এই ভাইরাল ভিডিওয়

ধাঁধাঁটা আর কিছুই না এক জোড়া জুতো। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই জুতো নিয়েই সম্প্রতি মাথা ঘামাচ্ছে আট থেকে আশি। বিষয়টা জুতো নয়, আসলে জুতোর রং। এক জোড়া জুতোর ছবি দিয়ে ফেসবুকে প্রশ্ন করা হয়েছে ওই জুতো জোড়ার রং বলতে পারলেই বোঝা যাবে আপনার আইকিউ কেমন। বলুন তো জুতোর রংটা আসলে কী? গোলাপি-সাদা না ধূসর-নীল?

দেখুন জুতোর আসল রং

পারলেন না তো? না ধূসর-নীল নয়। আসলে এই জুতোর রং গোলাপি-সাদা। পুরোটাই আলোর কারসাজি। ২০১৫ সালে একটি সোনালি-সাদা গাউন নিয়ে বেশ মাতামাতি হয়েছিল ইন্টারনেটে। নাম দেওয়া হয়েছিল ‘দ্য ড্রেস ডিবেট’। বিষয়টা ছিল এই জুতোর মতোই। রঙের ধাঁধাঁ। পরে জানা গিয়েছিল আদতে গাউনের রং সাদা-কালো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন