Iran-Israel Conflict

আকাশসীমা খুলে দিল ইরান, তিন সপ্তাহ বিরতির পরে আবার শুরু হল অসামরিক বিমান চলাচল

গত ১২ জুন রাতে ইরানের বিভিন্ন শহর ও পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছিল ইজ়রায়েলি যুদ্ধবিমান। যার নাম ছিল ‘অপারেশন রাইজ়িং লায়ন’। তার পরের দিনই ইরান তার আকাশসীমা ‘নিষিদ্ধ’ ঘোষণা করেছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ২২:৪৮
Share:

ছবি: সংগৃহীত।

তেহরান ঘোষণা করেছিল বৃহস্পতিবার রাতে। শুক্রবার থেকেই ইরানের আকাশসীমা আনুষ্ঠানিক ভাবে খুলে গেল সমস্ত অসামরিক উড়ানের জন্য। প্রায় তিন সপ্তাহের বিরতির পরে শুরু হল বিমান চলাচল।

Advertisement

গত ১২ জুন রাতে ইরানের বিভিন্ন শহর ও পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছিল ইজ়রায়েলি যুদ্ধবিমান। যার নাম ছিল ‘অপারেশন রাইজ়িং লায়ন’। তার পরের দিনই ইরান তার আকাশসীমা ‘নিষিদ্ধ’ ঘোষণা করেছিল। ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতি হয়। তার আগেই অবশ্য ২১ জুন গভীর রাতে মার্কিন ‘স্টেল্‌থ’ বোমারু বিমান ‘বি-২ স্পিরিট’ ইরানের তিন পরমাণুকেন্দ্র— নাতান্‌জ়, ফোরডো এবং ইসফাহানে জিবিইউ-৫৭ (বাঙ্কার ব্লাস্টার সিরিজ়ের সবচেয়ে শক্তিশালী বোমা) ফেলেছিল।

আকাশসীমার পাশাপাশি আয়াতোল্লা খামেনেইয়ের দেশ খুলে দিয়েছে সে দেশের বিমানবন্দরগুলিও। সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, তেহরানের মেহরাবাদ এবং ইমাম খোমেইনি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি সে দেশের উত্তর, পূর্ব, পশ্চিম এবং দক্ষিণে অবস্থিত বিমানবন্দরগুলিও আবার খুলে দেওয়া হয়েছে। ফ্লাইট পরিচালনার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে।, ইসফাহান এবং তাবরিজ ছাড়া ইরানের সব বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট সকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা (স্থানীয় সময়) পর্যন্ত চলবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement