Pakistan vs TTP

সংঘর্ষবিরতির মধ্যেই আফগান সীমান্তে টিটিপি দমন অভিযান শুরু করল পাক সেনা! নিহত ৩৪ বিদ্রোহী

খাইবার পাখতুনখোয়া প্রদেশের জনজাতি গোষ্ঠীগুলির প্রতিনিধিদের যৌথমঞ্চ ‘জিরগা’র প্রতিনিধি টিটিপি বিদ্রোহীদের শান্তি বৈঠক ১৪ অক্টোবর ভেস্তে গিয়েছে। তার পরেই ছড়াল সংঘর্ষ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৮:৪৮
Share:

আফগান সীমান্তে পাক বাহিনী। ফাইল চিত্র।

পাকিস্তানের উত্তর-পশ্চিম প্রান্তের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিদ্রোহীদের ডেরায় ফের হামলা চালাল পাক বাহিনী। পাক ফৌজের আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর) জানিয়েছে, অভিযানে ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ বা টিটিপি (পাক সরকার এবং সেনা যাদের ‘ফিতনা আল খোয়ারিজ়’ বলে চিহ্নিত করে)-র অন্তত ৩৪ জন জঙ্গি নিহত হয়েছেন।

Advertisement

এক সপ্তাহ ধরে দফায় দফায় সংঘর্ষের বুধবার সন্ধ্যায় আফগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে ৪৮ ঘণ্টার সংঘর্ষবিরতি চুক্তি করেছিল ইসলামাবাদ। তার মেয়াদ শেষের আগেই আফগান তালিবানের একাংশের ভ্রাতৃপ্রতিম সংগঠন টিটিপির বিরুদ্ধে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানো হল। ইসলামাবাদের দাবি, সীমান্তবর্তী ওই এলাকায় টিটিপি বিদ্রোহীরা লুকিয়ে রয়েছেন বলে গোপন সূত্রে খবর যায় সেনার কাছে। সেই মতোই তারা অভিযান চালায়। বাহিনী সেখানে পৌঁছোতেই বিদ্রোহীরা গুলি চালানো শুরু করে বলে দাবি খাইবার পাখতুনখোয়া পুলিশের। তাদের বক্তব্য, বাহিনীর পাল্টা গুলিতে ৩৪ জন বিদ্রোহীর মৃত্যু হয়।

প্রসঙ্গত, গত ৯ অক্টোবর আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমানহানা চালিয়েছিল পাকিস্তান বায়ুসেনা। ১০ অক্টোবর সীমান্ত লাগোয়া পকতিকা প্রদেশের মারঘি এলাকায় একটি বাজারে বিমানহানা চালানো হয়। ঘটনাচক্রে, আফগান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফর শুরুর দিনেই হামলা হয়েছিল কাবুলে। পাক সেনার দাবি, কাবুল এবং পকতিকায় টিটিপির ঘাঁটি ছিল বিমানহানার নিশানা। এর পর গত মঙ্গল ও বুধবার সীমান্ত সংঘর্ষের মধ্যেই দক্ষিণ আফগানিস্তানের শহর কন্দহর ও আশাপাশের এলাকায় বিমান ও ড্রোন হামলা চালানো হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement