আইএস-এর পত্রিকায় ‘যৌনকর্মী’ মিশেল

এ বার দলীয় পত্রিকায় বিস্ফোরক আইএসআইএস। নিশানায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা। সংবাদমাধ্যমের রিপোর্ট, আইএস-এর পত্রিকা দাবিক-এর নবম সংস্করণে মিশেলকে ‘যৌনকর্মী’ বলে ভর্ৎসনা করেছে জঙ্গি সংগঠনটি। এখানেই শেষ নয়। ‘ক্রীতদাসী অথবা যৌনকর্মী’ শীর্ষক পাঁচ পাতার একটি প্রবন্ধে একের পর এক বোমা ফাটিয়েছে জঙ্গি সংগঠনটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ মে ২০১৫ ০৩:০৩
Share:

এ বার দলীয় পত্রিকায় বিস্ফোরক আইএসআইএস। নিশানায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা। সংবাদমাধ্যমের রিপোর্ট, আইএস-এর পত্রিকা দাবিক-এর নবম সংস্করণে মিশেলকে ‘যৌনকর্মী’ বলে ভর্ৎসনা করেছে জঙ্গি সংগঠনটি।

Advertisement

এখানেই শেষ নয়। ‘ক্রীতদাসী অথবা যৌনকর্মী’ শীর্ষক পাঁচ পাতার একটি প্রবন্ধে একের পর এক বোমা ফাটিয়েছে জঙ্গি সংগঠনটি। যেখানে এক আইএস জঙ্গিরই স্ত্রী উম সুমায়া আল-মুহাজিরা দাবি করেছে, জোর করে যৌন সম্পর্ক স্থাপন করাকে কখনওই ধর্ষণ বলা চলে না। এই মুজাহিরাই দাবিকের অষ্টম সংস্করণে তাঁর সব মুসলিম ‘বোন’কে সিরিয়ায় এসে আইএস জঙ্গিদের বিয়ে করার প্রস্তাব দিয়েছিল।

তবে এ বার তার বক্তব্য আরও বিতর্কিত। মার্কিন বিরোধী ঘৃণা চলে গিয়েছে ব্যক্তিগত আক্রমণের জায়গায়। যেখানে মিশেলকে কেবল গণিকা বলেই বিদ্বেষ উগড়ে দেয়নি আল-মুহাজিরা। তার কথায়, ‘‘কত হবে ওই মিশেলের দাম? দিনারের এক তৃতীয়াংশও না। এমনকী তাও মিশেল ওবামার জন্য বেশি।’’ চলতি সপ্তাহে রাষ্ট্রপুঞ্জ দাবি করেছে, বছরের পর বছর ধরে ধৃত মহিলাদের যৌনদাসী বানিয়ে রেখেছে আইএস। এমনকী সব চেয়ে ‘সুন্দরী কুমারীদের’ নিলামে পাঠানোর নজিরও অমিল নয়। ভয়াবহ এই অপরাধকেই দাবিক পত্রিকায় ধর্মের দোহাই দিয়ে সমর্থন করেছে আল-মুহাজিরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement