আমেরিকায় পরমাণু হানার জঙ্গি-হুমকি

পাকিস্তান থেকে পরমাণু অস্ত্র কিনে আমেরিকায় হামলা করতে পারে জঙ্গি গোষ্ঠী আইএস। ওই জঙ্গি গোষ্ঠীর মুখপত্রে তাদের হাতে বন্দি ব্রিটিশ সাংবাদিক জন ক্যান্টলির লেখা একটি নিবন্ধে এই দাবি করা হয়েছে। তবে ক্যান্টলিকে এখন চাপ দিয়ে প্রচারের জন্য ব্যবহার করা হচ্ছে বলেই ধারণা পশ্চিমী গোয়েন্দাদের। তাই এই নিবন্ধকে বেশি গুরুত্ব দিতে নারাজ তাঁরা।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ২৫ মে ২০১৫ ০৩:০৪
Share:

পাকিস্তান থেকে পরমাণু অস্ত্র কিনে আমেরিকায় হামলা করতে পারে জঙ্গি গোষ্ঠী আইএস। ওই জঙ্গি গোষ্ঠীর মুখপত্রে তাদের হাতে বন্দি ব্রিটিশ সাংবাদিক জন ক্যান্টলির লেখা একটি নিবন্ধে এই দাবি করা হয়েছে। তবে ক্যান্টলিকে এখন চাপ দিয়ে প্রচারের জন্য ব্যবহার করা হচ্ছে বলেই ধারণা পশ্চিমী গোয়েন্দাদের। তাই এই নিবন্ধকে বেশি গুরুত্ব দিতে নারাজ তাঁরা।

Advertisement

দু’বছর ধরে আইএসের হাতে বন্দি রয়েছেন ক্যান্টলি। তবে তাঁর লেখার নিজস্ব ভঙ্গি বদলায়নি বলেই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম। আইএসের ইংরেজি মুখপত্র ‘দাবিক’-এ লেখা নিবন্ধে ক্যান্টলি জানিয়েছেন, আইএসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি ডলার রয়েছে। তারা পাকিস্তানের কোনও সরকারি অফিসারকে ঘুষ দিয়ে পরমাণু অস্ত্র জোগাড় করতে পারে। তার পরে সেই অস্ত্র লিবিয়া, নাইজেরিয়া ও মেক্সিকো ঘুরে আমেরিকায় পাচার করা হতে পারে। ব্যঙ্গের সুরে ক্যান্টলির মন্তব্য, ‘‘আইএস এখন সব চেয়ে শক্তিশালী মুসলিম মৌলবাদী জঙ্গি আন্দোলনের নাম। তাদের ঠেকিয়ে রাখার জন্য প্রেসিডেন্ট বারাক ওবামার রণকৌশল ব্যর্থ হয়েছে।’’

ক্যান্টলির নিবন্ধকে গুরুত্ব না দিলেও ইরাকের রামাদি শহর আইএসের দখলে চলে যাওয়া যে ‘কৌশলগত হার’ তা মেনেছেন খোদ ওবামাই। তবে আইএস দমনে মার্কিন রণকৌশল যে ব্যর্থ হচ্ছে তা স্বভাবতই মানতে চাননি তিনি। আজ অবশ্য. রামাদির পূর্ব দিকে ফের কিছুটা এলাকা দখল করেছে ইরাকি সেনাবাহিনী। রামাদির ১০ কিলোমিটার দূরে হুসেইবা আল-শারকিয়া শহর তাদের দখলে এসেছে বলে দাবি ইরাকি সেনার সহযোগী শিয়া জঙ্গিগোষ্ঠীর।

Advertisement

সম্প্রতি সিরিয়ার ঐতিহ্যমণ্ডিত শহর পালমাইরা দখল করেছিল আইএস। ইতিমধ্যেই সেই শহরে তারা ৪০০ জন বাসিন্দাকে খুন করেছে বলে দাবি সিরিয়ার সরকারি টেলিভিশনের। আইএস-বিরোধী যোদ্ধারা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, নিহতদের অধিকাংশই শিশু ও মহিলা। বাসার আল আসাদ সরকারের অনুগত পরিবারের সদস্যদের বেছে বেছে খুন করেছে আইএস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন