Iran-Israel Conflict

‘ইরানের নতুন সেনাপ্রধানও নিহত!’ গভীর রাতে তেহরানে সেনার সদর দফতরে হামলার পর দাবি ইজ়রায়েলের

সেনার একের পর এক শীর্ষকর্তার মৃত্যুর পর জরুরি পরিস্থিতিতে শনিবারই শাদমানিকে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদে উন্নীত করেছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। তাঁকে সেনার ‘খতম আল-আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দফতরের নতুন প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১৪:৪৪
Share:

ইরানের নতুন সেনাপ্রধান আলি শাদমানি। —ফাইল চিত্র।

রাতের অন্ধকারে ইজ়রায়েলের হামলায় নিহত হলেন ইরানের নবনিযুক্ত সেনাপ্রধান আলি শাদমানি! মঙ্গলবার সকালে এমনটাই দাবি করেছে ইজ়রায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। মাত্র দিন তিনেক আগেই শাদমানিকে এই পদে নিযুক্ত করেছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। ইজ়রায়েলের দাবি, মঙ্গলবার রাতে তেহরানে ইজ়রায়েলি বায়ু সেনার হামলায় শাদমানির মৃত্যু হয়েছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত ইরানের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Advertisement

গত শুক্রবার ইজ়রায়েলি হানায় মৃত্যু হয় সে দেশের সশস্ত্র বাহিনীর প্রধান (চিফ অফ স্টাফ) মেজর জেনারেল মহম্মদ হোসেন বাগেরির। এ ছাড়াও মৃত্যু হয় ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান কমান্ডার জেনারেল হোসেন সালামি এবং ডেপুটি কমান্ডার জেনারেল গোলাম আলি রশিদের। প্রাণ হারান ইরানের ন’জন পরমাণু বিজ্ঞানীও। অন্য দিকে, সেনার একের পর এক শীর্ষকর্তার মৃত্যুর পর জরুরি পরিস্থিতিতে শনিবারই শাদমানিকে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদে উন্নীত করেন খামেনেই। তাঁকে সেনার ‘খতম আল-আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দফতরের নতুন প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হয়। আইডিএফ-এর দাবি, খামেনেইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন শাদমানি। ‘খতম আল-আম্বিয়া’ ইরানের আধাসামরিক রেভলিউশনারি গার্ডের সদর দফতর। সেখানেই নিহত ডেপুটি কমান্ডার জেনারেল রশিদের স্থানে নিযুক্ত করা হয়েছিল শাদমানিকে। এ বার নিয়োগের মাত্র তিন দিনের মাথায় তাঁকেও হত্যা করল ইজ়রায়েল।

ইজ়রায়েলি সেনার গোয়েন্দা সূত্রের দাবি, সোমবার রাতের হামলায় শাদমানির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ইজ়রায়েলি সেনার বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সোমবার গভীর রাতে তেহরানে ইরানের সেনার সদর দফতরে হামলা চালিয়েছিল ইজ়রায়েলি বায়ুসেনা। তাতেই মৃত্যু হয়েছে ইরানের নবনিযুক্ত ‘যুদ্ধকালীন সেনাপ্রধান’ শাদমানির।’’ তবে এখনও পর্যন্ত এ নিয়ে ইরানের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement