Iran-Israel Conflict

ইরানের উপর নতুন করে হামলা শুরু ইজ়রায়েলের! আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করল তেহরানও

ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, সে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। তেহরানের দক্ষিণে ইজ়রায়েলের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে বলে খবর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৫ ২২:৪৪
Share:

ছবি: রয়টার্স

ইরানের পরমাণুকেন্দ্র, সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইজ়রায়েলের হামলা চালানোর পরে ২৪ ঘণ্টাও কাটেনি। শুক্রবার রাতে নতুন করে সে দেশের রাজধানী তেহরানে হামলা শুরু করল বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। এমনটাই বলছে সংবাদমাধ্যম বিবিসির রিপোর্ট। অন্য দিকে, ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, সে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। বেশ কিছু ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয়ও করা হয়েছে।

Advertisement

ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, তেহরানের দক্ষিণে ইজ়রায়েলের ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে। ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) জানিয়েছে, পশ্চিম তেহরানে নতুন করে হামলা চালানো হয়েছে। তেহরানের কাছে কারাজেও ইজরায়েল হামলা চালিয়েছে বলে জানিয়েছে ওই সংবাদমাধ্যম। ইরানের ফরদো পরমাণু কেন্দ্রের কাছে ইজরায়েলের ড্রোন ধ্বংস করেছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানে নতুন করে হামলার বিষয়টি জানিয়েছে ইজ়রায়েলের সেনাও। তাদের একটি সূত্র জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় (ইরানের সময়) ইরানের হেব্রন লক্ষ্য করে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে নেতানিয়াহুর সেনা।

শুক্রবার সকাল থেকে ইরানের পরমাণু এবং‌ সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করে ইজ়রায়েল। ইরানের রাজধানী তেহরানে এবং সংলগ্ন এলাকাতেও আকাশপথে হামলা চালায় ইজ়রায়েলি সেনা। ইরান এই হামলার কথা স্বীকার করেছে। ইরানের সরাকরি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইজ়রায়েলি হানায় মৃত্যু হয়েছে সে দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল মহম্মদ বাগেরির। মৃত্যু হয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান কমান্ডার জেনারেল হোসেন সালামি এবং ডেপুটি কমান্ডার জেনারেল ঘোলামালি রশিদের। ইজ়রায়েলি হানায় প্রাণ হারিয়েছেন ইরানের ছ’জন পরমাণু বিজ্ঞানীও। নিহত বিজ্ঞানীদের মধ্যে রয়েছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রাক্তন প্রধান ফেরেউদুন আব্বাসি। আইআরএনএ জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন আবাসন লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয়।

Advertisement

ইজ়রায়েলের হামলার পরে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেয় ইরানও। সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই একটি বিবৃতি দিয়ে ইজ়রায়েলকে ‘কঠোর শাস্তি’ দেওয়ার হুঁশিয়ারি দেন। নিজের দেশের নাগরিকদের নিরাপদ স্থানে থাকতে বলেছে ইজ়রায়েলে। এই আবহে ইরানকে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সকালে সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, ‘‘পরমাণু চুক্তি মেনে নেওয়ার জন্য ইরানকে একের পর এক সুযোগ দিয়েছি। আমি ওদের খুব কড়া ভাবে বলেছিলাম, আপনারা এটা মেনে নিন। হয়তো তারা চেষ্টা করেছে, হতে পারে প্রায় মেনেও নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এটা হয়নি। আমি এ-ও বলেছিলাম, আপনার যে রকম ভাবছেন, ব্যাপারটা এর চেয়েও ভয়ঙ্কর হতে পারে।’’ ট্রাম্পের এই পোস্টের পরে অনেকেই মনে করছেন, ইরানের উপর ইজ়রায়েলের হামলার নেপথ্যে আমেরিকার ‘মদত’ রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement