Israel Katz

‘প্রয়োজনে আরও ভয়ঙ্কর ভাবে ইরানে হামলা চালাব’! হুঁশিয়ারি দিলেন ইজ়রায়েলি প্রতিরক্ষামন্ত্রী

গত ১২ জুন রাজধানী তেহরান-সহ ইরানের বিভিন্ন শহর এবং পরমাণু ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছিল ইজ়রায়েলি বিমানবহর। ওই অভিযানের পোশাকি নাম ছিল ‘অপারেশন রাইজ়িং লায়ন’।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৫ ২২:২৮
Share:

ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজ়রায়েল কাটৎজ়। ছবি: রয়টার্স।

প্রয়োজনে আবার ইরানে হামলা চালাবে ইজ়রায়েলি সেনা। আর সেই হামলার অভিঘাত হবে আরও ভয়ঙ্কর। শুক্রবার এই হুঁশিয়ারি দিয়েছেন ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজ়রায়েল কাটৎজ়। ইজ়রায়েলি বায়ুসেনার একটি কর্মসূচিতে ইরানের নেতৃত্বকে উদ্দেশ করে তিনি বলেন, ‘‘আপনারা যদি ইজ়রায়েলকে হুমকি দেন বা ক্ষতি করার চেষ্টা করেন, তা হলে ইজ়রায়েলের লম্বা হাত তেহরান, তাবরিজ়, ইসফাহান— আপনাদের যে কোনও জায়গায় পৌঁছে যাবে।’’ নতুন করে উত্তেজনার এই আবহেই শুক্রবার তেল আভিভ জানিয়েছে, জুন মাসে ইরানের পরমাণুকেন্দ্রগুলিতে ইজ়রায়েল এবং মার্কিন সেনার বোমাবর্ষণের পরেও আয়াতোল্লা খামেনেইয়ের দেশের হাতে পরমাণু বোমা বানানোর উপযোগী সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গিয়েছে। যা ইজ়রায়েলের নিরাপত্তার পক্ষে উদ্বেগের।

Advertisement

প্রসঙ্গত, গত ১২ জুন রাজধানী তেহরান-সহ ইরানের বিভিন্ন শহর এবং পরমাণু ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছিল ইজ়রায়েলি বিমানবহর। ওই অভিযানের পোশাকি নাম ছিল ‘অপারেশন রাইজ়িং লায়ন’। এর পরেই পুরদস্তুর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লড়াই শুরু হয় দু’দেশের। সংঘর্ষের সেই আবহেই ২১ জুন গভীর রাতে আবহে ইরানের তিন পরমাণুকেন্দ্র—ফোরডো, নাতান্‌জ এবং ইসফাহানে ৩৬টি বাঙ্কার ব্লাস্টার সিরিজ়ের জিবিইউ-৫৭ বোমা আর টোমাহক ক্রুজ় ক্ষেপণাস্ত্র মার্কিন বিমানবাহিনীর অপারেশন ‘মিডনাইট হ্যামার’ চালিয়েছিল। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার ২৪ জুন সংঘর্ষবিরতি হয় তেল আভিভ-তেহরানের। এই পরিস্থিতিতে বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য নতুন করে উত্তেজনা অনুঘটক হতে পারে বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement