Israel-Hamas Conflict

শান্তিপ্রস্তাবের শর্ত মেনে শুরু বন্দিবিনিময়, সাত ইজ়রায়েলিকে মুক্তি দিল হামাস, ইজ়রায়েলে পৌঁছোলেন ট্রাম্প

সোমবার সকালেই তাদের হেফাজতে থাকা মোট ২০ জন জীবিত ইজ়রায়েলি বন্দির নামের তালিকা প্রকাশ করেছিল হামাস। প্রথম দফায় সাত জনকে মুক্তি দেওয়া হল। ধাপে ধাপে বাকিদেরও মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১২:০০
Share:

ইজ়রায়েলের জেল থেকে মুক্তি পাওয়ার পর এক বন্দিকে জড়িয়ে ধরে কান্না পরিবারের সদস্যের। ছবি: এএফপি।

গাজ়া নিয়ে ডোনাল্ড ট্রাম্পের শান্তিপ্রস্তাবের প্রথম পর্বে সম্মত হয়েছে ইজ়রায়েল এবং প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাস। তারই অঙ্গ হিসাবে শুরু হয়েছে বন্দি বিনিময়। সোমবার নিজেদের হেফাজতে থাকা সাত ইজ়রায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে হামাস। গাজ়ার উত্তরাংশে নির্দিষ্ট একটি জায়গায় ওই সাত জনকে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রেড ক্রস’-এর হাতে তুলে দেওয়া হয়েছে। অন্য দিকে, বন্দি বিনিময়ের শর্ত হিসাবে দীর্ঘ দিন ধরে ইজ়রায়েলের জেলে বন্দি ১৯০০ জনকে মুক্তি দেওয়ার কথা বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের। অন্য দিকে, সোমবার বেলায় (ভারতীয় সময় অনুসারে) ইজ়রায়েলে পৌঁছেছেন ট্রাম্প। সে দেশের আইনসভা ‘নেসেট’-এ বক্তৃতা করার কথা রয়েছে তাঁর। সেখান থেকে মিশরের শান্তি সম্মেলনে যোগ দিতে যাওয়ার কথা মার্কিন প্রেসিডেন্টের।

Advertisement

সোমবার সকালেই তাদের হেফাজতে থাকা মোট ২০ জন জীবিত ইজ়রায়েলি বন্দির নামের তালিকা প্রকাশ করেছিল হামাস। প্রথম দফায় সাত জনকে মুক্তি দেওয়া হল। ধাপে ধাপে বাকিদেরও মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে। বন্দিদের আত্মীয়েরা তেল আভিভে সমবেত হয়েছেন। অন্য দিকে, বন্দি প্যালেস্টাইনিদের ফিরিয়ে নিয়ে যেতে অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কের ও পারে জড়ো হয়েছেন তাঁদের আত্মীয়েরা।

ইজ়রায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সাত বন্দিকে নিয়ে ইজ়রায়েলে ফিরছেন ‘রেড ক্রস’-এর সদস্যেরা। বন্দিদের চিকিৎসার জন্য হাসপাতালগুলিকে প্রস্তুত রেখেছে ইজ়রায়েল। হোয়াইট হাউসের প্রেস সচিব জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন্দি বিনিময়ের সরাসরি সম্প্রচার দেখেছেন। তেল আভিভে ট্রাম্পের ছবি দিয়ে পোস্টার পড়েছে। সেখানে লেখা হয়েছে, “মাননীয় প্রেসিডেন্ট, আপনাকে ধন্যবাদ।”

Advertisement

গাজ়ায় শান্তি ফেরানোর জন্য ২০ দফা প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের সেই শান্তিপ্রস্তাবের প্রথম দফার শর্তগুলি মানার বিষয়ে সম্মত হল ইজ়রায়েল এবং হামাস। বুধবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে এই খবর জানান ট্রাম্প। যুযুধান দু’পক্ষ কী কী শর্ত মানার বিষয়ে সম্মত হয়েছে, তা-ও জানান ট্রাম্প। তিনি লেখেন, “খুব তাড়াতাড়ি সব বন্দি মুক্তি পাবেন। ইজ়রায়েল (গাজ়া থেকে) পূর্বনির্ধারিত সীমা পর্যন্ত বাহিনী সরিয়ে নেবে।” গাজ়া থেকে সেনা সরানোর প্রক্রিয়া আগেই শুরু করেছিল ইজ়রায়েল। এ বার শুরু হল বন্দি বিনিময়ও। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে হামাসের হাতে বন্দি থাকা ইজ়রায়েলিরা যেমন স্বগৃহে ফিরতে চলেছেন, তেমনই ঘরে ফিরছেন ইজ়রায়েলে বন্দি থাকা প্যালেস্টাইনিরাও।

রবিবার (আমেরিকার স্থানীয় সময় অনুসারে) ইজ়রায়েলের উদ্দেশে রওনা দেওয়ার আগে ট্রাম্প বলেন, “এটা হল অষ্টম যুদ্ধ (গাজ়ায় ইজ়রায়েল এবং প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাসের মধ্য সংঘাত), যা আমি থামালাম।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement