Israel-Hamas Conflict

এ বার স্থলপথেও গাজ়া শহরে ঢুকে পড়ছে ইজ়রায়েলি সেনা! গণহত্যা চলছে প্যালেস্টাইনে: রিপোর্ট রাষ্ট্রপুঞ্জের

গত কয়েক মাস ধরেই গাজ়াবাসীকে এলাকা ছেড়ে অন্যত্র সরে যাওয়ার জন্য বলে যাচ্ছে ইজ়রায়েলি বাহিনী। কিন্তু অনেকেই অভিযোগ তুলছেন, গাজ়ার দক্ষিণ প্রান্তে ইতিমধ্যে প্রচুর মানুষের ভিড় হয়ে গিয়েছে। তা ছাড়া যুদ্ধবিধ্বস্ত গাজ়ায় পরিবহণের জন্য খরচও অত্যধিক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৭
Share:

গাজ়া ভূখণ্ডে ইজ়রায়েলি সেনা। ছবি: রয়টার্স।

গাজ়া ভূখণ্ডের আরও ভিতরে প্রবেশ করছে ইজ়রায়েলি বাহিনী। প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূল করতে এ বার গাজ়া শহরের ভিতরে স্থলপথেও অভিযান শুরু করেছে তারা। গাজ়া শহরের বাসিন্দাদের এলাকা ছেড়ে দক্ষিণের দিকে সরে যেতে বলেছে ইজ়রায়েলি সামরিক বাহিনী। ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন গাজ়ায় আরও জোরালো অভিযান শুরু হয়েছে।

Advertisement

বস্তুত, গত কয়েক মাস ধরেই গাজ়াবাসীকে এলাকা ছেড়ে অন্যত্র সরে যাওয়ার জন্য বলে যাচ্ছে ইজ়রায়েলি বাহিনী। কিন্তু অনেকেই অভিযোগ তুলছেন, গাজ়ার দক্ষিণ প্রান্তে ইতিমধ্যে প্রচুর মানুষের ভিড় হয়ে গিয়েছে। তা ছাড়া যুদ্ধবিধ্বস্ত গাজ়ায় পরিবহণের জন্য খরচও অত্যধিক। সেই কারণে অনেকেই চাইলেও গাজ়া শহর ছেড়ে বেরোতে পারছেন না। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে ইজ়রায়েলি হানায় গাজ়া শহরে ৩৭ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া মধ্য গাজ়ায় আরও চার জনের মৃত্যু হয়েছে। এ অবস্থায় মঙ্গলবার সকালে ইজ়রায়েল সরকারের আরবি ভাষার মুখপাত্র আভিচে আদ্রে সমাজমাধ্যমে জানান, গাজ়ায় অভিযান আরও প্রসারিত করছেন তাঁরা।

গাজ়ায় ইজ়রায়েলি হামলায় সাধারণ প্যালেস্টাইনিদের মৃত্যু হচ্ছে বলে বার বার অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক মহলেও এ নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে নেতানিয়াহুর প্রশাসনকে। নেতানিয়াহুর সরকার আন্তর্জাতিক আইনের পরোয়া করছে না বলেও অভিযোগ উঠেছিল। তবে ইজ়রায়েল ধারাবাহিক ভাবে অভিযান চালিয়ে গিয়েছে গাজ়া ভূখণ্ডে। এ অবস্থায় তৃতীয় গাজ়ার পরিস্থিতি নিয়ে একটি অনুসন্ধান চালিয়েছিল রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন। অনুসন্ধানের জন্য একটি কমিশনও গঠন করা হয়েছিল। মঙ্গলবারই প্রথম বার ওই কমিশনের রিপোর্ট পেশ হয়েছে। তাতে বলা হয়েছে গাজ়ায় প্যালেস্টাইনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে ইজ়রায়েল। ইজ়রায়েলের শীর্ষ নেতারাই এই গণহত্যায় ইন্ধন দিয়েছেন বলে জানানো হয়েছে ৭২ পাতার ওই রিপোর্টে।

Advertisement

এর আগে রাষ্ট্রপুঞ্জ জানিয়েছিল, গাজ়া ভূখণ্ডের ৮৫ শতাংশ জমি ২২ মাসের সামরিক অভিযানে নিয়ন্ত্রণে নিয়েছে ইজ়রায়েল। কিন্তু বাকি অংশ দখল করতে চান নেতানিয়াহু। বস্তুত, নেতানিয়াহুর গাজ়া দখলের ইচ্ছা অনেক দিনের। অতীতে বার বার প্রকাশ্যেই তিনি তাঁর ইচ্ছার কথা জানিয়েছেন। গাজ়া ভূখণ্ডের সম্পূর্ণ দখল নেওয়ার জন্য গত কয়েক দিন ধরেই সেখানে হামলার তীব্রতা বাড়িয়েছে ইজ়রায়েলি সেনা। বোমাবর্ষণে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে একের পর এক বহুতল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement