দিনে তিন বেলা খেতে দিতেই হবে প্যালেস্টাইনি বন্দিদের, নির্দেশ ইজ়রায়েলি সুপ্রিম কোর্টের। —প্রতীকী চিত্র।
প্যালেস্টাইনি বন্দিদের অবস্থা নিয়ে এ বার উদ্বেগ প্রকাশ করল ইজ়রায়েলের সুপ্রিম কোর্টও। ইজ়রায়েলি সরকার সে দেশে বন্দি প্যালেস্টাইনিদের ন্যূনতম খাবার থেকেও বঞ্চিত করছে। রবিবার এক মামলায় এমনটাই জানিয়েছে ইজ়রায়েলের সুপ্রিম কোর্ট। প্যালেস্টাইনি বন্দিদের জন্য বরাদ্দ খাবারের মান এবং পরিমাণ বৃদ্ধি করার জন্যও কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে সে দেশের সর্বোচ্চ আদালত। সংবাদ সংস্থা এপি জানিয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতির মাঝে সাম্প্রতিক সময়ে ইজ়রায়েলি সুপ্রিম কোর্টের এমন রায় দৃশ্যত বিরল।
ইজ়রায়েল সরকারের কোনও নীতির বৈধতা নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া সে দেশের সর্বোচ্চ আদালতেরই কাজ। তবে প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইজ়রায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গত ২৩ মাসে ইজ়রায়েলি সুপ্রিম কোর্ট সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের পদক্ষেপ নিয়ে খুব কমই প্রশ্ন তুলেছে। বস্তত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজ়রায়েলের দক্ষিণ প্রান্তে হামলা চালিয়েছিল হামাস গোষ্ঠী। ওই ঘটনায় প্রায় ১২০০ জনের মৃত্যু হয়। তার পর থেকেই হামাসের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করে ইজ়রায়েলি সেনা।
গত প্রায় দু’বছর ধরে চলে আসা এই সংঘর্ষে ইজ়রায়েলের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক স্তরে সমালোচনা হয়েছে। তবে ইজ়রায়েলি সরকার সব সমালোচনাকেই পাশ কাটিয়ে গিয়েছে। নেতানিয়াহুর সরকারের দাবি, হামাসকে নির্মূল করতে যা করা প্রয়োজন, তা-ই তারা করছে। হামাসের সঙ্গে যোগ থাকার সন্দেহে গাজ়া এবং ইজ়রায়েল অধিকৃত প্যালেস্টাইনি ভূখণ্ড ওয়েস্ট ব্যাঙ্ক থেকে অনেককে পাকড়াও করেছে ইজ়রায়েলি সেনা। মাসের পর মাস তাঁদের বন্দি করে রাখা হয়েছে। পরে তাঁরা ছাড়া পেয়ে সেই বন্দিদশার ‘ভয়াবহতা’র কথা তুলে ধরেছেন। ভিড়ে গাদাগাদি করে জেলবন্দি করে রাখা, ঠিকমতো খাবার না-দেওয়া, প্রয়োজনীয় চিকিৎসা না-দেওয়া এবং আরও অন্য অভিযোগ উঠে এসেছে। এমনকি ইজ়রায়েলের অন্দরেও নেতানিয়াহু সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠছে। এ অবস্থায় ইজ়রায়েলি সুপ্রিম কোর্টের রায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
সংবাদ সংস্থা ‘এপি’ অনুসারে, ইজ়রায়েলি সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ সর্বসম্মতিক্রমে রায় দিয়েছে, প্যালেস্টাইনি বন্দিদের ‘অস্তিত্বের মৌলিক স্তর’ নিশ্চিত করতে হবে। এর জন্য তাঁদের দিনে তিন বার খেতে দেওয়ার আইনি দায়িত্ব রয়েছে ইসরায়েলি সরকারের। সরকারকে সেই দায়িত্ব পূরণের নির্দেশ দিয়েছে ইজ়রায়েলের সর্বোচ্চ আদালত।