আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন জাপানের পণ্যে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
২৯ অগস্ট জাপান সফরে যাওয়ার কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার ঠিক আগে আচমকা বাণিজ্য প্রতিনিধির আমেরিকা সফর বাতিল করে দিল জাপান। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে টোকিয়ো। বৃহস্পতিবারই জাপানের বাণিজ্য মধ্যস্থতাকারী রিয়োসেই আকাজ়াওয়ার আমেরিকায় যাওয়ার কথা ছিল। একেবারে শেষ মুহূর্তে সফরটি বাতিল করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগে আচমকা কেন এমন সিদ্ধান্ত নিল জাপান প্রশাসন? তা নিয়ে জল্পনা রয়েছে।
জাপানের সঙ্গে বাণিজ্য নিয়ে মতানৈক্য হয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তাদের পণ্যের উপর প্রথমে তিনি ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। পরে দুই দেশের মধ্যে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করা হয়। এর পর জাপানের সঙ্গে ৪৮ লক্ষ কোটি টাকার বাণিজ্য চুক্তি নিয়ে কথা হয়েছিল আমেরিকার। এই অর্থ আমেরিকায় বিনিয়োগ করবে জাপান। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এই চুক্তির বিষয়ে কথাবার্তা পাকা করতেই আকাজ়াওয়ার আমেরিকায় যাওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে যা বাতিল করে দেওয়া হল। জাপান সরকারের মুখপাত্র বলেছেন, ‘‘আমেরিকার সঙ্গে সমন্বয়ের আগে প্রশাসনিক স্তরে আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার বলে মনে করা হচ্ছে। তাই এই সফর বাতিল করা হল।’’
৪৮ লক্ষ কোটি টাকার বাণিজ্য চুক্তির বিষয়ে কথা বলেছিলেন মার্কিন বাণিজ্য সচিব হোয়ার্ড লুটনিকও। ট্রাম্প দাবি করেছিলেন, এই চুক্তিতে ৯০ শতাংশ লাভ হবে আমেরিকার। জাপান সরকার অবশ্য সেই দাবি উড়িয়ে দেয় এবং দাবি করে, দুই দেশই চুক্তির ফলে সমান ভাবে লাভবান হবে। আচমকা জাপান থেকে এই সফর বাতিল করে দেওয়ায় চুক্তিটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
জাপানের মুখপাত্র জানিয়েছেন, পারস্পরিক শুল্ক নিয়ে যে নির্দেশনামা মার্কিন প্রেসিডেন্ট জারি করেছিলেন, যত দ্রুত সম্ভব তাতে সংশোধন করতে হবে। জাপানের যানবাহনের যন্ত্রাংশের উপর আরোপিত শুল্ক হ্রাস করতে হবে। আকাজ়াওয়ার আমেরিকা সফরের জন্য নতুন কোনও দিন স্থির করা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। জাপানের সংবাদমাধ্যম এর কোনও নিশ্চয়তা দিতে পারেনি। যদিও রয়টার্স জানিয়েছে, আগামী সপ্তাহে এই সফরের দিন স্থির করা হতে পারে।
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার আমন্ত্রণে দু’দিনের সফরে সে দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। ২৯ এবং ৩০ অগস্ট তিনি জাপানে থাকবেন। তার পর মোদী যাবেন চিনে।