NATO

Joe Biden: ইউক্রেনের কাছে হারবে রাশিয়া! আশা রেখে  কিভকে ৮০ কোটি ডলারের অস্ত্র সাহায্য বাইডেনের

বাইডেন মাদ্রিদে নেটোর এক সম্মেলনে এই অস্ত্র সাহায্যের কথা ঘোষণা করেন। সেখানে মস্কোর বিরুদ্ধে কিভের লড়াই চালিয়ে যাওয়ার প্রশংসাও করেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

মাদ্রিদ শেষ আপডেট: ৩০ জুন ২০২২ ২২:৫৩
Share:

মাদ্রিদের নেটো সম্মেলনে জো বাইডেন। ছবি রয়টার্স।

ইউক্রেনকে ফের অস্ত্র সাহায্যের কথা ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বায়ু এবং স্থল বাহিনীর জন্য সব মিলিয়ে প্রায় ৮০ কোটি ডলারের অস্ত্র সাহায্য দেবে আমেরিকা।

Advertisement

প্রেসিডেন্ট মাদ্রিদে নেটোর এক সম্মেলনে বৃহস্পতিবার এই সাহায্যের কথা ঘোষণা করে বলেন, ‘‘যত দিন ইউক্রেন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে, তত দিন আমেরিকা তার পাশে থাকবে। সে কারণেই এই ৮০ কোটি ডলার মূল্যের অস্ত্র সাহায্য।’’

প্রেসিডেন্ট জেলনস্কির নেতৃত্বে যে ভাবে কিভ মস্কোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে তার প্রশংসা করে বাইডেনের মন্তব্য, এই লড়াইয়ে তিনি ইউক্রেনের জয় দেখতে চান, আর সেই জয় পেতে সব রকম ভাবে সে দেশের পাশে থাকবে আমেরিকা।

Advertisement

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘‘ইউক্রেন শক্ত হাতে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। আমি জানি না এই যুদ্ধের শেষ কবে হবে। তবে শেষ পর্যন্ত ইউক্রেনের কাছে হারবে রাশিয়া।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন