us presidential ele ction 2020

হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ হচ্ছেন বাইডেন ঘনিষ্ঠ রন ক্লেন

২০০৯ সালে বাইডেন ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম বার হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হয়েছিলেন ক্লেন।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২০ ১৪:২১
Share:

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হবেন র ন ক্লেন।

অভিজ্ঞ ডেমোক্র্যাট নেতা ও তাঁর দীর্ঘ দিনের পরিচিত রন ক্লেনকেই হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ হিসাবে বেছে নিলেন আমেরিকার ভাবী প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার ক্লেনের নাম ঘোষণা করেছেন বাইডেন।

Advertisement

৫৯ বছর বয়সী ক্লেনের নিয়োগের ঘোষণা করতে গিয়ে ভাবী প্রেসিডেন্ট বাইডেন একটি বিবৃতিতে বলেছেন, ‘‘আমি যে ক’বছর ওঁর সঙ্গে কাজ করেছি সেই সময় রন আমার কাছে অমূল্য হয়ে উঠেছিল।’’

২০০৯ সালে বাইডেন ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম বার হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হয়েছিলেন ক্লেন। সেই প্রথম কোনও ডেমোক্র্যাট হোয়াইট হাউসের ওই গুরুত্বপূর্ণ পদে বসেছিলেন।

Advertisement

বিবৃতিতে ভাবী প্রেসিডেন্ট বাইডেন এও বলেছেন, ‘‘ওঁর (রন ক্লেন) বিভিন্ন ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা, গভীরতা আর সব রাজনৈতিক দলের নেতাদের নিয়ে কাজ করার ব্যাপারে দক্ষতার জন্যই আমি হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসাবে ওঁকে বেছে নিয়েছি। এই সময়ে ওঁকেই প্রয়োজন কারণ আমরা দেশটাকে একসূত্রে বাঁধতে চাইছি।’’

আরও পড়ুন: ভোটে হেরেই প্রতিরক্ষা সচিবকে বরখাস্ত করলেন ডোনাল্ড ট্রাম্প

আরও পড়ুন: ফাইজারের করোনা টিকার পিছনে রয়েছেন এই দম্পতি

বাইডেন যখন সেনেট জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান ছিলেন তখনও তাঁর সঙ্গে কাজ করেছিলেন ক্লেন। পরে আল গোরের চিফ অব স্টাফ হিসাবেও কাজ করেন ক্লেন। বারাক ওবামা যখন প্রেসিডেন্ট ছিলেন সেই সময় ২০১৪ সালে ইবোলা সংক্রমণের মোকাবিলায় হোয়াইট হাউসের কাজকর্মেরও তদারকির দায়িত্বে ছিলেন তিনি।

বিবৃতিতে ক্লেনও ভাবী প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বলেছেন, ‘‘এটা আমার সারা জীবনের সম্মান। দেশকে একসূত্রে বাঁধার যে কঠিন চ্যালেঞ্জ এসেছে আমাদের সামনে তার মোকাবিলায় আমি ভাবী প্রেসিডেন্টকে সব রকম ভাবে সহায়তা করার জন্য উন্মুখ হয়ে রয়েছি।’’

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসাবে ক্লেনের নিয়োগ সব ডেমোক্র্যাটেরই সমর্থন কুড়িয়েছে। এমনকী এক রিপাবলিকান নেতাও এই নিয়োগে তাঁর সায় জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন