Joe Biden

আমেরিকার নিরাপত্তা ব্যবস্থার ভয়ানক ক্ষতি করেছেন ট্রাম্প, অভিযোগ বাইডেনের

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন নভেম্বরের ভোটে জেতা বাইডেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ০৯:২৭
Share:

জো বাইডেন। ফাইল চিত্র।

আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে আর এক মাসও বাকি নেই জো বাইডেনের। এখন চলছে ট্রাম্প প্রশাসনের থেকে ক্ষমতা বুঝে নেওয়ার পালা। এর মধ্যেই ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন নভেম্বরের ভোটে জেতা বাইডেন। সোমবার বাইডেন অভিযোগ করেছেন, ক্ষমতা বুঝে নেওয়ার সময় বাধার সম্মুখীন হতে হচ্ছে তাঁর দলকে। প্রতিরক্ষা দফতর এবং বাজেট ও ম্যানেজমেন্ট অফিস থেকেও সম্পূর্ণ সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ বাইডেনের। সোমবার এক ভিডিয়ো কনফারেন্সে এই সব অভিযোগ করে তাঁরা দাবি, আমেরিকার নিরাপত্তা ব্যবস্থার ‘ভয়ানক ক্ষতি’ করেছে ট্রাম্প প্রশাসন।

Advertisement

ক্ষমতা হস্তান্তরের সময় বিদায়ী প্রেসিডেন্ট নব নির্বাচিত প্রেসিডেন্টকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবহিত করে থাকেন। সেই কাজটাই ট্রাম্প প্রশাসন ঠিকমতো করছে না বলে অভিযোগ বাইডেনের। এ নিয়ে বাইডেন বলেছেন, ‘‘জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য আমাদের জানার দরকার সেগুলি আমরা পাচ্ছি না।” তিনি আরও বলেছেন, “বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ব্যাপার নিয়ে আমাদের পরিচ্ছন্ন ধারণা থাকা দরকার। কোনও দ্বন্দ্ব থাকলে অফিসারদের উচিত তা দূর করে দেওয়া।’’

বাইডেনের এই অভিযোগের জবাবও দিয়েছেন পেন্টাগনের বর্তমান ডিফেন্স সেক্রেটারি ক্রিস্টোফার মিলার। তিনি বলেছেন, ‘‘পেশাদারিত্বের সঙ্গেই এই হস্তান্তরের প্রক্রিয়া চালানো হচ্ছে। এই সপ্তাহেই তিনটি ব্রিফিংয়ের দিন ঠিক আছে। করোনাভাইরাস নিয়ে ২টি এবং একটি সাইবার নিরাপত্তা নিয়ে।” বাইডেনের হস্তান্তর দলের অনুরোধ মতো ৪০০-র বেশি অফিসারের সঙ্গে ১৬৪টি সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এবং ৫ হাজারেরও বেশি পাতার নথি তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেবেন জো বাইজেন। নভেম্বরের নির্বাচনে বাইডেনের কাছে হেরেছেন ট্রাম্প। কিন্তু তবুও হার শিকার করতে নারাজ তিনি। এ নিয়ে সমালোচনাও হয়েছে বিশ্বের বিভিন্ন মহলে। ট্রাম্প ক্ষমতায় আসার আগে ওবামার আমলে ভাইস প্রেসিডেন্ট হিসাবে ৮ বছর ক্ষমতায় ছিলেন বাইডেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement