গোলালেন ট্রাম্প খোঁচা দিতে গিয়ে

হামবুর্গে জি-২০ সম্মেলনের ফাঁকে ট্রাম্প আজ টুইট করেন, ‘এখানে সবাই আলোচনা করছে, জন পোডেস্টা কেন এফবিআই এবং সিআইএ-কে ডিএনসি-র সার্ভারে হাত দিতে দিলেন না। কী অসম্মান!’ ডিএনসি— অর্থাৎ ডেমোক্র্যাটিক পার্টির পরিচালন পর্ষদ। ভোটের আগে ডেমোক্র্যাটদের সার্ভার হ্যাক হয়েছিল। পোডেস্টার ই-মেল ফাঁস করেছিল উইকিলিকস।

Advertisement

সংবাদ সংস্থা

হামবুর্গ শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৭ ০২:৩২
Share:

ছবি: পিটিআই।

পরপর সাতটা টুইট। সেগুলো করেছেন গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিন্টনের প্রচার কমিটির চেয়ারম্যান জন পোডেস্টা। যার একটির সারমর্ম, ‘যে কাজে গিয়েছেন, তাতে মন দিন।’

Advertisement

লক্ষ্য খোদ ‘মিস্টার প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প। হামবুর্গে জি-২০ সম্মেলনের ফাঁকে ট্রাম্প আজ টুইট করেন, ‘এখানে সবাই আলোচনা করছে, জন পোডেস্টা কেন এফবিআই এবং সিআইএ-কে ডিএনসি-র সার্ভারে হাত দিতে দিলেন না। কী অসম্মান!’ ডিএনসি— অর্থাৎ ডেমোক্র্যাটিক পার্টির পরিচালন পর্ষদ। ভোটের আগে ডেমোক্র্যাটদের সার্ভার হ্যাক হয়েছিল। পোডেস্টার ই-মেল ফাঁস করেছিল উইকিলিকস।

অনেকের বক্তব্য, দু’টো ঘটনা গুলিয়েছেন ট্রাম্প। পোডেস্টা টুইটারে লিখেছেন, ‘ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির সঙ্গে আমার কোনও যোগ নেই। সার্ভারের ব্যাপারেও আমার কোনও এক্তিয়ার নেই।’ তা ছাড়া, রুশ হ্যাকিংয়ের তদন্ত করছিল শুধু এফবিআই। ট্রাম্প কেন সিআইএ-কে টানলেন, সেই প্রশ্নও উঠেছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন