international news

মনোনয়নের পরেই ট্রাম্প-বিরোধিতায় সরব কমলা

বুধবার রাতে ডেমোক্র্যাটিক পার্টির অনলাইন জাতীয় সম্মেলনের তৃতীয় দিনে ভাইস প্রেসিডেন্ট পদে লড়ার জন্য দলের নমিনেশন গ্রহণ করেন কমলা।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ২০ অগস্ট ২০২০ ১০:৩২
Share:

কমলা হ্যারিস। -ফাইল ছবি।

ইতিহাস গড়া হল আমেরিকায়। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে লড়ার জন্য ডেমোক্র্যাটিক পার্টির নমিনেশন গ্রহণ করলেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। ভাইস প্রেসিডেন্ট পদের জন্য এই প্রথম কোনও অ-শ্বেতাঙ্গ মহিলাকে ভোটে লড়ার টিকিট দেওয়া হল।

Advertisement

বুধবার রাতে ডেমোক্র্যাটিক পার্টির অনলাইন জাতীয় সম্মেলনের তৃতীয় দিনে ভাইস প্রেসিডেন্ট পদে লড়ার জন্য দলের নমিনেশন গ্রহণ করেন কমলা। তার পরেই ক্যালিফোর্নিয়ার পূর্বতন সেনেটর কমলা সাদা, কালো বাছবিচার না করে প্রেসিডেন্ট পদে জো বিডেনকে সমর্থনের আহ্বান জানান তাঁর ভাষণে। বৃহস্পতিবার দলের জাতীয় সম্মেলনের শেষ দিনে প্রেসিডেন্ট পদে তাঁর নমিনেশন গ্রহণ করবেন প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বিডেন।

জামাইকা ও ভারতীয় অভিবাসীর কন্যা কমলা গত কাল ডেমোক্র্যাটদের অনলাইন জাতীয় সম্মেলনে রীতিমতো তোপ দাগেন প্রেসিডেন্ট পদে রিপাবলিকানদের দ্বিতীয় বারের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। কমলা বলেন, ‘‘ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের ব্যর্থতার জন্যই দেশের মানুষের জীবন ও জীবিকা সঙ্কটাপন্ন হয়ে পড়েছে। আমরা একেবারেই ঝুঁকে পড়েছি। তাই সাদা, কালো রং বিচার না করে দেশের আপামর মানুষ এ বার শামিল হোন প্রেসিডেন্ট পদে জো বিডেনকে জয়ী করতে। সেখানে যেন আমরা কে কেমন দেখতে, কে কোথা থেকে আসছি, সেটা বিচার্য না হয়।’’

Advertisement

আরও পড়ুন: ট্রাম্পই ভারতের বন্ধু, বার্তা প্রচার রিপাবলিকানদের

আরও পড়ুন: ‘পিএম কেয়ার্স’-এর অর্থ জাতীয় ত্রাণ তহবিলে হস্তান্তর করা যাবে না: সুপ্রিম কোর্ট

কমলার ভাষণের আগে ফিলাডেলফিয়ায় মিউজিয়াম অব দ্য আমেরিকান রিভোলিউশন থেকে দেওয়া তাঁর ভাষণে পূর্বতন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘‘প্রেসিডেন্ট ট্রাম্পের জমানায় আমেরিকা একের পর এক ভুলের ফাঁদে জড়িয়ে পড়েছে। ২০১৭-য় ক্ষমতায় আসার পর ট্রাম্প ভেবেছিলেন রিপাবলিকানদের সকলেই তাঁকে সমর্থন করবেন। আর আমরা ভেবেছিলাম, তিনি হোয়াইট হাউসের সম্মান ও মর্যাদা রক্ষা করে চলবেন। কোনওটাই হয়নি। ট্রাম্পের জমানায় গোটা বিশ্বে আমেরিকার সম্মানহানি ঘটেছে। আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি বিপদে পড়ে গিয়েছে।’’

এক সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে গিয়ে ট্রাম্পকে ওবামা এক ‘ভয়ঙ্কর প্রেসিডেন্ট’ বলে উল্লেখ করেন।

আর এক ডেমোক্র্যাট নেত্রী, প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের স্ত্রী হিলারিও বলেন, ‘‘এই নির্বাচন যেন হয় সদর্থক। যাতে ভোটাররা স্পষ্ট করেই বুঝিয়ে দিতে পারেন তাঁরা কী চাইছেন। এর মধ্যে যেন কোনও দ্বিধা বা সংশয় না থাকে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন