Minnesota Democrat Lawmaker Murder

৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার মিনেসোটায় জোড়া-খুনে অভিযুক্ত, নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র? ভাবাচ্ছে প্রশ্ন

স্থানীয় সময় অনুযায়ী শনিবার ভোরে আমেরিকার মিনেসোটায় প্রাক্তন ডেমোক্র্যাট হাউস স্পিকার মেলিসা হর্টম্যান এবং তাঁর স্বামীকে বাড়িতে ঢুকে গুলি করে অজ্ঞাতপরিচয় এক আততায়ী। মৃত্যু হয় দু’জনেরই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ১১:০১
Share:

(বাঁ দিকে) মেলিসা হর্টম্যান। মার্ক হর্টম্যান (ডান দিকে) — ফাইল চিত্র।

আমেরিকার মিনেসোটায় বাড়িতে ঢুকে দুই ডেমোক্র্যাট নেতাকে গুলি করে খুনের ঘটনার ৪৮ ঘণ্টা পর অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। সংবাদসংস্থা এপি জানিয়েছে, ধৃতের নাম ভ্যান্স বোয়েলটার। স্থানীয় সময় অনুযায়ী রবিবার রাতে তাঁকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে।

Advertisement

মিনিয়েপলিসের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত সিবলি কাউন্টির একটি গ্রামীণ এলাকা থেকে বোয়েলটারকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ৫৭ বছর বয়সি বোয়েলটার একাই এই কাজ করেছেন। তাঁর বিরুদ্ধে দ্বিতীয়-ডিগ্রি খুন এবং খুনের চেষ্টার দু’টি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সময় অনুযায়ী শনিবার ভোরে আমেরিকার মিনেসোটায় প্রাক্তন ডেমোক্র্যাট হাউস স্পিকার মেলিসা হর্টম্যান এবং তাঁর স্বামীকে বাড়িতে ঢুকে গুলি করে অজ্ঞাতপরিচয় এক আততায়ী। মৃত্যু হয় দু’জনেরই। মিনিয়েপলিসের কাছে ব্রুকলিন পার্কে থাকতেন মেলিসা। স্থানীয় সময় শনিবার সকালে মেলিসার বাড়িতে ঢুকে তাঁকে এবং তাঁর স্বামীকে খুব কাছ থেকে গুলি করে হামলাকারী। ঘটনাস্থলেই মৃত্যু হয় মেলিসা এবং তাঁর স্বামীর। একই দিনে পৃথক আর একটি ঘটনায় আরও দুই ডেমোক্র্যাট নেতা তথা সেনেটর জন হফম্যান ও তাঁর স্ত্রীও গুলিবিদ্ধ হন। ব্রুকলিন পার্ক থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে চ্যাম্পলিনে থাকতেন ওই দম্পতি। তাঁদের অবস্থাও সঙ্কটজনক। অভিযোগ, দু’টি ঘটনাতেই পুলিশ অফিসারের পরিচয়ে বাড়িতে ঢুকে পড়েছিল আততায়ী।

Advertisement

এপি-র প্রতিবেদনে বলা হয়েছিল, হামলাকারীর গাড়িতে ৭০ জনের নামের একটি তালিকা পাওয়া গিয়েছে। সেই তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের বেশির ভাগই ডেমোক্র্যাট নেতা। এর পরেই জল্পনা শুরু হয়, এই ঘটনার নেপথ্যে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ থাকতে পারে। মিনেসোটার গভর্নর টিম ওয়াল্‌জ়-ও দাবি করেন, এই হামলা পরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জোড়া হামলার পরেই আততায়ীদের খোঁজে শুরু হয় চিরুনি তল্লাশি। শেষমেশ ৪৮ ঘণ্টা পর অভিযুক্তের খোঁজ মিলল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement