অস্ত্র সাজাক সেনাবাহিনী, নির্দেশ কিম জং-উনের

যুদ্ধ বাধতে পারে যে কোনও সময়। তাই অস্ত্রশস্ত্র তৈরি রাখার নির্দেশ দিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন। এই খবর জানিয়েছে দেশের সরকারি সংবাদমাধ্যম। শক্তি যাচাই করতে কাল উচ্চ ক্ষমতার মাল্টিপল রকেট লঞ্চার পরীক্ষা করেছে সেনা।

Advertisement

সংবাদ সংস্থা

পিয়ংইয়ং শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৬ ০৩:১২
Share:

যুদ্ধ বাধতে পারে যে কোনও সময়। তাই অস্ত্রশস্ত্র তৈরি রাখার নির্দেশ দিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন। এই খবর জানিয়েছে দেশের সরকারি সংবাদমাধ্যম। শক্তি যাচাই করতে কাল উচ্চ ক্ষমতার মাল্টিপল রকেট লঞ্চার পরীক্ষা করেছে সেনা। সেই অনুষ্ঠানে গিয়েই আত্মরক্ষায় তাদের তৎপর হওয়ার বার্তা দিয়েছেন কিম।

Advertisement

হাইড্রোজেন বোমা ফাটিয়ে এ বার নতুন বছরকে স্বাগত জানিয়েছিল উত্তর কোরিয়া। তার পরও চলেছে পরমাণু অস্ত্রের চোখরাঙানি। তাদের আস্ফালন বন্ধ করতে তাই নিষেধাজ্ঞা চাপানোর সিদ্ধান্ত নেয় রাষ্ট্রপুঞ্জ। এই নিষেধাজ্ঞা চাপানো হলে অর্থনৈতিক ভাবে বিস্তর অসুবিধের মুখে পড়তে হবে কিম জং-উনের দেশকে। তাই নিরাপত্তা পরিষদে সিদ্ধান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তড়িঘড়ি সেনাকে যুদ্ধের জন্য তৈরি হওয়ার বার্তা দিলেন কিম।

তবে তাদের এই হুঙ্কারকে এখনও গুরুতর ভাবে নিচ্ছে না ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষা দফতরের এক কর্তার কথায়, ‘‘পরমাণু অস্ত্র আছে বলে উত্তর কোরিয়া যতই দাবি করুক, তাদের হেফাজতে উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র রয়েছে— এমন কোনও প্রমাণ এখনও মেলেনি। তাই এই যুদ্ধের হুঙ্কারকে বিশেষ আমল দেওয়ার দরকার নেই।’’ তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, উত্তর কোরিয়া যদি আঘাত হানে, তাঁরাও উত্তর ফিরিয়ে দেওয়ার জন্য তৈরি থাকবেন।

Advertisement

বিষয়টিকে অবশ্য এতটা হালকা ভাবে নিতে মোটেই রাজি নয় দক্ষিণ কোরিয়া। তাদের দাবি, কিম জং উন যে ফাঁকা হুমকি দেননি, গত কাল থেকেই সেই প্রমাণ মিলছে। কোরীয় উপসাগরে শুধু বৃহস্পতিবার অন্তত ৬টি ১০০-১৫০ কিলোমিটার পাল্লার রকেট উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন