International

কুয়েতে আইএসের ডোনারকে ধরিয়ে দিলেন ভারতীয় গোয়েন্দারা

ভারতে সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সমর্থকদের অর্থ জোগাতেন, এমন এক জনকে গ্রেফতার করা হল কুয়েতে। তাঁর নাম আবদুল্লা হাদি আল-এনেজি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৬ ১৫:৫৫
Share:

ছবি- ইন্টারনেট।

ভারতে সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সমর্থকদের অর্থ জোগাতেন, এমন এক জনকে গ্রেফতার করা হল কুয়েতে। তাঁর নাম আবদুল্লা হাদি আল-এনেজি। ভারতের জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) দেওয়া তথ্যের ভিত্তিতেই এনেজিকে গ্রেফতার করেছে কুয়েত পুলিশ। অভিযোগ, আইএসের প্রশিক্ষণ শিবিরে পাঠাতে মুম্বই লাগোয়া কল্যাণের চার ভারতীয় যুবককে মধ্য প্রাচ্যে নিয়ে যাওয়ার যাবতীয় খরচ জুগিয়েছিলেন এনেজি।

Advertisement

এনআইএ খবর পেয়েছে, ২০১৪ সালের মে মাসে কল্যাণের চার ভারতীয় যুবক আইএসের প্রশিক্ষণ নেওয়ার জন্য মধ্য প্রাচ্যে গিয়েছিল। তাদের নামধাম জানা গিয়েছে। মজিদ, শাহিন তাঁকি, ফাহাদ শেখ ও আমন তান্ডেল। মধ্য প্রাচ্যে আইএসের প্রশিক্ষণ শিবিরে যাওয়ার জন্য চার জনকেই অর্থ জুগিয়েছিলেন এনেজি। মজিদকে পরে ২০১৪ সালের নভেম্বরে মধ্য প্রাচ্যেরই কোনও একটি দেশে গ্রেফতার করে এনআইএ। পরে তাকে মুম্বইয়ে নিয়ে আসা হয়। বাকি তিন জনের আর কোনও হদিশ মেলেনি। ওই তিন জনই পুরোদস্তুর আইএসের জঙ্গি হয়ে গিয়েছে বলে এনআইয়ের সন্দেহ।

আইএস দমন অভিযানে মার্কিন জোটের শরিক কুয়েত সেনাবাহিনী গত কয়েক মাস ধরে দেশের গোপন আইএস ঘাঁটিগুলোর ওপর হামলা চালাচ্ছে। চলছে, তল্লাশি, ধরপাকড়। শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে হামলা সহ গত এক মাসে কুয়েতে আইএসের হানাদারির অন্তত তিনটি পরিকল্পনা ভেস্তে গিয়েছে। ধরা পড়েছে আইএসের প্রচুর জঙ্গি। বছরখানেক আগে এই কুয়েতেই একটি শিয়া মসজিদে হামলা চালিয়েছিল আইএস। প্রতিবেশী দেশ সৌদি আরব থেকে আসা এক আত্মঘাতী আইএস জঙ্গির ঘটানো ওই বিস্ফোরণে ২৭ জনের মৃত্যু হয়েছিল। কুয়েতে আইএসের হামলার সেটাই ছিল সবচেয়ে বড় ঘটনা। আইএসের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই চালানোর জন্য গত ডিসেম্বরে যে ৩৪টি দেশ রিযাধে শপথ নিয়েছে, কুয়েত তার অন্যতম।

Advertisement

আরও পড়ুন- কড়া পাক-নীতির প্রশ্নে এককাট্টা সকলে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন