Solar Storm Alert by NASA

গনগনে গরমের মধ্যেই সৌরঝড়ের সতর্কতা! টানা দু’দিন সূর্যের হলকা এসে লাগবে পৃথিবীর গায়ে

এই দু’দিন পৃথিবীতে সৌরঝড়ের সরাসরি এবং বড় ধরনের ধাক্কা লাগতে চলেছে বলে আশঙ্কা নাসার। কী হতে পারে সৌরঝড়ের ফলে?

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ ১৯:০৪
Share:

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নও হতে পারে এই সৌরঝড়ের জন্য। ছবি: সংগৃহীত

এক সপ্তাহও হয়নি সৌরঝড়ের আঁচ এসে লেগেছিল পৃথিবীতে। ভারত মহাসাগরেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল তার। ছোট্ট ঝড়। তবু তাতেই বেতার যোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল কিছু সময়ের জন্য। সেই সৌর ঝড়ের ধাক্কা সামলে উঠতে না উঠতেই নাসা জানাল, আরও একটি সৌরঝড়ের ঝাপটা এসে লাগতে চলেছে পৃথিবীতে। আর এ বার ঝড় আরও বড়।

Advertisement

নাসা জানিয়েছে, প্রাথমিক অনুমান, বুধবারই ঝড়ের প্রথম দফার ঝাপটা এসে লাগবে পৃথিবীর গায়ে। তবে তার প্রভাব পুরোদস্তুর চলবে বৃহস্পতিবার অর্থাৎ ২০ এপ্রিল পর্যন্ত। এই দু’দিনে পৃথিবীতে সৌরঝড়ের সরাসরি এবং বড় ধরনের ধাক্কা লাগতে চলেছে বলে আশঙ্কা নাসার।

সৌরঝড়ের ফলে কী হতে পারে? নাসা জানিয়েছে, এতে ফাটল ধরতে পারে পৃথিবীর আবরণের চৌম্বক ক্ষেত্রে। এর ফলে বেতার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া, জিপিএস বিচ্ছিন্ন হওয়া, মোবাইল নেটওয়ার্ক, এমনকি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। এমনকি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নও হতে পারে এই সৌরঝড়ের জন্য।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন