Drug Smuggling

পরচুলার নীচে ১০ লক্ষ টাকার মাদক লুকিয়ে পাচার! চুল টেনে তুলতেই ৪০০ পুরিয়া উদ্ধার

তদন্তকারীরা জানিয়েছেন, পরচুলায় স্ক্যান করতেই তার নীচে কিছু জিনিস ধরা পড়ে। তার পর পরচুলা টেনে তুলতেই তার নীচে মাদক ভরা ছোট ছোট প্যাকেট দেখতে পান তদন্তকারীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪২
Share:

উদ্ধার হওয়া সেই মাদক। ছবি: সংগৃহীত।

পরচুলার নীচে মাদক পাচার করতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি। তাঁর পরচুলা কেটে তার নীচ থেকে মাদকের ৪০০ পুরিয়া উদ্ধার করলেন মাদক নিয়ন্ত্রক সংস্থার আধিকারিকেরা। ঘটনাটি ঘটেছে কলম্বিয়ার কার্টাজেনার রাফায়েল নুনেজ় আন্তর্জাতিক বিমানবন্দরে। ধৃতের কাছ থেকে ২২০ গ্রাম কোকেন উদ্ধার করেছেন আধিকারিকেরা।

Advertisement

বিবিসি-র প্রতিবেদন বলছে, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারদর প্রায় ১০ লক্ষ টাকা। গোপন সূত্রে খবর পেয়েছিলেন কলম্বিয়ার মাদক নিয়ন্ত্রক সংস্থার আধিকারিকেরা। তার পরই বিমানবন্দরের সামনে পাচারকারীর জন্য অপেক্ষা করতে থাকেন। বিমানবন্দর থেকে বার হতেই হাতেনাতে পাচারকারীকে ধরে ফেলেন মাদক নিয়ন্ত্রক সংস্থার আধিকারিকেরা। প্রথমে ধৃতের ব্যাগ, পোশাক সব কিছু পরীক্ষা করা হয়। কিন্তু সেখানে কোনও কিছু না মেলায় সন্দেহ হয় আধিকারিকদের। তখন তাঁদের নজর যায় অভিযুক্তের চুলের দিকে।

তদন্তকারীরা জানিয়েছেন, পরচুলায় স্ক্যান করতেই তার নীচে কিছু জিনিস ধরা পড়ে। তার পর পরচুলা টেনে তুলতেই তার নীচে মাদক ভরা ছোট ছোট প্যাকেট দেখতে পান তদন্তকারীরা। তার পরই সেই মাদক উদ্ধার করেন তাঁরা। গ্রেফতার করা হয় পাচারকারীকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement