International news

হামলা থেকে বাঁচতে সিংহের গলা টিপে খুন!

রেবেকা ফেরেল জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট বলছে শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে সিংহটির। পাশাপাশি তিনি আরও জানান, কলোরাডোর ওই এলাকায় কুগারের (পাহাড়ি সিংহ) আনাগোনা লেগেই থাকে। যাঁরা সাইক্লিং বা দৌড়নোর জন্য যান, তাঁদের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েই যেতে বলা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

কলোরাডো শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৪৮
Share:

কুগার। পাহাড়ি সিংহ। ফাইল চিত্র।

পাহাড়ি রাস্তায় দৌড়নোর সময় সিংহের আক্রমণের মুখে পড়েছিলেন। সেই সিংহকেই শ্বাসরোধ করে মেরে নিজেকে বাঁচালেন এক ব্যক্তি। সিংহ-মানুষের এই লড়াইয়ের সাক্ষী থাকল আমেরিকার কলোরাডো।

Advertisement

কলোরাডো পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ-এর মুখপাত্র রেবেকা ফেরেল জানান, সোমবার বিকেলে হর্সটুথ মাউন্টেনের ওয়েস্ট রিজ ট্রেলের পাহাড়ি রাস্তায় দৌড়তে বেরিয়েছিলেন এক ব্যক্তি। দৌড়নোর সময় হঠাত্ই পিছনে একটা গর্জনের আওয়াজ পান। কীসের আওয়াজ সেটা ঘুরে দেখতেই চোখের নিমেষে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে প্রায় ৩৭ কেজি ওজনের একটি ‘মাউন্টেন লায়ন’।

প্রতিরোধ করার সুযোগই পাননি ওই ব্যক্তি। তত ক্ষণে তাঁর মুখে কামড় বসিয়ে দিয়েছে সিংহটি। সর্বশক্তি দিয়ে নিজেকে সিংহের কবল থেকে মুক্ত করার চেষ্টা করেন। নিজেকে বাঁচাতে শেষমেশ সিংহের গলা টিপে ধরেন। আর তাতেই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় সিংহটির। হাসপাতালের বেডে শুয়ে এমনই দাবি করেছেন আক্রান্ত ওই ব্যক্তি। চিকিত্সকরা জানিয়েছেন, ওই ব্যক্তির মুখে গভীর ক্ষত রয়েছে। হাত, পা এবং শরীরের অন্য অংশেও অল্পবিস্তর ক্ষতের সৃষ্টি হয়েছে।

Advertisement

রেবেকা ফেরেল জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট বলছে শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে সিংহটির। পাশাপাশি তিনি আরও জানান, কলোরাডোর ওই এলাকায় কুগারের (পাহাড়ি সিংহ) আনাগোনা লেগেই থাকে। যাঁরা সাইক্লিং বা দৌড়নোর জন্য যান, তাঁদের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েই যেতে বলা হয়।

আরও পড়ুন: বয়স ১০০ হয়েছে? না হলে কিনতে পারবেন না সিগারেট

আরও পড়ুন: পরমাণু অস্ত্র বাঁচাচ্ছেন কিম: রাষ্ট্রপুঞ্জ

কলোরাডো পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সূত্রে জানানো হয়েছে, কুগাররা সচরাচর হামলা করে না। শান্ত স্বভাবের এরা। তবে সম্প্রতি বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। তাতে মৃত্যুও হয়েছে কয়েক জনের। আর বেশির ভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে যে সিংহগুলো হামলা চালিয়েছে সেগুলো পূর্ণবয়স্ক নয়। এই ব্যক্তির ক্ষেত্রেও হামলাকারী সিংহটি পূর্ণবয়স্ক ছিল না বলে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন