american airlince

যাত্রীদের মুখে হাত বুলিয়ে, স্প্রে করে বিমান থেকে লাফ যুবকের

বিমান মাটি ছুঁতেই নামার তোড়জোড় শুরু করেন যাত্রীরা। সেই সময় বছর পঁচিশের এক যুবক সহযাত্রীদের মুখে হাত বোলাতে বোলাতে একটি তরল স্প্রে করতে থাকে।

Advertisement

সংবাদ সংস্থা

অ্যারিজোনা শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৯ ১৮:০৯
Share:

সহযাত্রীদের মুখে হাত বোলাতে বোলাতে একটি তরল স্প্রে করে এক যুবক। ফাইল চিত্র।

বিমানে সহযাত্রীর হাতে হেনস্থার খবর মাঝেমাঝেই সামনে আসে। তবে এ বার বিমানে যা ঘটল তা আগে শোনা যায়নি। এক ব্যক্তি বিমানের একাধিক সহযাত্রীর মুখে হাত বুলিয়ে, অজানা এক তরল স্প্রে করে বিমান থেকে ঝাঁপ দিল। তবে পার পায়নি সে।

Advertisement

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহর থেকে একটি বিমান ওড়ে। গন্তব্য অ্যারিজোনার ফোনিক্স স্কাই হার্বার আন্তর্জাতিক বিমানবন্দর। বিমান মাটি ছুঁতেই নামার তোড়জোড় শুরু করেন যাত্রীরা। সেই সময় বছর পঁচিশের এক যুবক সহযাত্রীদের মুখে হাত বোলাতে বোলাতে একটি তরল স্প্রে করতে থাকে।

একের পর এক যাত্রীর সঙ্গে এই আচরণ করে। প্রথমে হকচকিয়ে যান যাত্রীরা। তাঁরা হইচই শুরু করতেই পালানোর চেষ্টা করে অভিযুক্ত। তবে যাত্রীদের বেরনোর মূল দরজার দিকে না গিয়ে বিপরীত দিকের সার্ভিস ডোর দিয়ে ঝাঁপ মারে সে। প্রায় ১০ ফুট উঁচু থেকে রানওয়েতে লাফ মারায় পায়ে চোট পায় ওই যুবক।

Advertisement

আরও পড়ুন : পোষা পাখির আক্রমণেই মরতে হল ফ্লোরিডাবাসীকে

আরও পড়ুন : চলন্ত গাড়িতে তিন নগ্ন তরুণী, ধাওয়া করল পুলিশ, তার পর...

নিরাপত্তা কর্মীরা তাকে গ্রেফতার করেছে। চোট লাগার কারণে তাকে স্থানীয় হাসপাতালেও ভর্তি করা হয়েছে। তবে এখনও জানা যায়নি কী তরল ওই যুবক যাত্রীদের মুখে স্প্রে করেছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন