Donald Trump

নেপালকে আর বিশেষ সুবিধা দেবে না আমেরিকা! ভূমিকম্প পরবর্তী ছাড় প্রত্যাহার করল ট্রাম্প প্রশাসন

নেপালিদের গত এক দশক ধরে বিশেষ ছাড় দিয়ে আসছিল আমেরিকার প্রশাসন। ২০১৫ সাল থেকে দফায় দফায় ওই ছাড়ের মেয়াদ বৃদ্ধি করে এসেছে আমেরিকা। তবে এ বার তা প্রত্যাহার করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৫ ১৫:৫৯
Share:

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

২০১৫ সালের ভূমিকম্পের পর থেকে নেপালের নাগরিকদের বিশেষ সুবিধা দিয়ে আসছিল আমেরিকা। এ বার সেই সুবিধা দেওয়া বন্ধ করে দিচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নেপালের জন্য ‘টেম্পোরারি প্রোটেক্টেড স্টেটাস’ (টিপিএস) প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।

Advertisement

আমেরিকার অভিবাসন দফতর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তারা জানিয়েছে, ৫ অগস্টের পর থেকে নেপালের জন্য আর ওই ছাড় দেওয়া হবে না। ২০১৫ সালের ভূমিকম্পের পরে নেপালের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। ওই সময়ে নেপালিদের অস্থায়ী ভাবে আমেরিকায় থাকার সুবিধা দেওয়া হত টিপিএস-এর মাধ্যমে। আমেরিকা কোনও দেশকে টিপিএস-এর স্বীকৃতি দেওয়ার অর্থ, সংশ্লিষ্ট দেশের নাগরিকেরা অন্য কোনও আইনি নথিপত্র ছাড়াই দেড় বছর আমেরিকায় বাস করতে পারবেন।

প্রাথমিক ভাবে ২০১৫ সালের ২৪ জুন নেপালকে দেড় বছরের জন্য টিপিএস তালিকাভুক্ত করে আমেরিকা। পরে ২০১৬ সালের ২৬ অক্টোবর তা আরও দেড় বছরের জন্য বৃদ্ধি করা হয়। এই ভাবে গত কয়েক বছরে দফায় দফায় নেপালি নাগরিকদের টিপিএস-এর আওতায় আমেরিকায় থাকার সুযোগ দেওয়া হয়েছে। তবে এখন ওই ভূমিকম্পের পরে এক দশক অতিক্রান্ত হয়ে গিয়েছে। এই অবস্থায় নেপালিদের আর বিনা নথিতে আমেরিকায় থাকার সুবিধা দিতে চায় না ট্রাম্পের প্রশাসন।

Advertisement

আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি দফতরের তথ্য অনুসারে, প্রায় ১২,৭০০ নেপালি নাগরিক আমেরিকায় টিপিএস-এর সুবিধা পান। তাঁদের মধ্যে ৫,৫০০ নেপালি ইতিমধ্যে আমেরিকার স্থায়ী বাসিন্দা হিসাবে আইনি বৈধতা পেয়ে গিয়েছেন। কিন্তু ৭,০০০-এরও বেশি নেপালিকে ৫ অগস্টের মধ্যে আমেরিকা ছাড়তে হবে। আমেরিকার অভিবাসন দফতর থেকে জানানো হয়েছে, যে নেপালিরা এখনও টিপিএস-এর সুবিধায় আমেরিকায় বাস করছেন, তাঁদের অন্য কোনও বৈধ নথি না থাকলে সময় থাকতে থাকতে আমেরিকা ছাড়তে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement