এই ট্রেনেই হামলা চালায় দুষ্কৃতীরা। ছবি: সংগৃহীত।
ব্রিটেনে লন্ডনগামী ট্রেনে হামলা চালাল দুষ্কৃতীরা। যাত্রীদের ভিড়ে মিশে গিয়েছিল দুষ্কৃতীরা। চলন্ত ট্রেনের মধ্যেই যাত্রীদের উপর ছুরি নিয়ে হামলা চালায় তারা। এলোপাথাড়ি কোপানো হয় যাত্রীদের। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই ঘটনায় বেশ কয়েক জন যাত্রী জখম হয়েছেন। দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে এই হামলার ঘটনা ঘটেছে।
পুলিশের কাছে খবর আসে ট্রেনে হামলা হয়েছে। হাটিংডনের একটি স্টেশনে আগে থেকেই অপেক্ষা করছিল পুলিশের বিশাল বাহিনী, অ্যাম্বুল্যান্স এবং উদ্ধারকারী দল। ট্রেনটিকে থামিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করা হয়। পুলিশ জানিয়েছে, দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। এই হামলায় কত জন জড়িত ছিল, তা এখনও স্পষ্ট নয়।
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, কেমব্রিজশায়ারের কাছে এই হামলার ঘটনা ঘটেছে। ১০ যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে ন’জনের অবস্থা আশঙ্কাজনক বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, ট্রেনটি ডঙ্কাস্টার থেকে লন্ডনের কিংস ক্রস স্টেশনে যাচ্ছিল। অত্যন্ত ব্যস্তবহুল ট্রেনপথ এটি। হামলাকারীরা সেই সুযোগকেই কাজে লাগিয়েছেন বলে সন্দেহ পুলিশের। দ্য টাইমস-কে এক প্র্যক্ষদর্শী জানিয়েছেন, এক ব্যক্তি বড় একটি ধারালো অস্ত্র নিয়ে যাত্রীদের শাসাতে থাকেন। সেই পরিস্থিতিতে ভিড় ট্রেনে যাত্রীদের মধ্যে হুড়েহুড়ি পড়ে যায়। ধাক্কাধাক্কিতে ট্রেনের ভিতরে পদপিষ্টের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। তখনই যাত্রীদের ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে ওই দুষ্কৃতী।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। আহতদের চিকিৎসার যাতে সব রকম ব্যবস্থা করা হয়, তার নির্দেশও দিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, ধৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এই হামলার ঘটনায় কত জন জড়িত ছিলেন তা-ও খতিয়ে দেখা হচ্ছে।