টেক্সাসে গুয়াদালুপে নদীতে হড়পা বানে এখনও নিখোঁজ অনেকে। ছবি: এএফপি।
আমেরিকার টেক্সাসে হড়পা বানের পর থেকে এখনও অন্তত ১৭৩ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এর মধ্যে শুধুমাত্র কের কাউন্টি থেকেই রয়েছেন অন্তত ১৬১ জন। বুধবার এ কথা জানিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। নিখোঁজদের মধ্যে রয়েছেন নদীর ধারে ‘সামার ক্যাম্প’-এর ছয় জন।
গুয়াদালুপে নদীতে হড়পা বান নামার পর গত শুক্রবার থেকে উদ্ধারকাজ শুরু হয়। উদ্ধার অভিযানের পাঁচ দিন কেটে গিয়েছে। কাউকে জীবিত উদ্ধারের আশা ক্রমশ ক্ষীণ হচ্ছে। বিপর্যয়ের পর থেকে এখনও পর্যন্ত ১১১ জনের দেহ উদ্ধার হয়েছে। মৃতদের মধ্যে ৯০ জন কেরভিল এলাকার বাসিন্দা। তবে ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও অনেকের দেহ উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে টেক্সাসের বিপর্যয়ে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে প্রায় দ্বিগুণ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এরই মধ্যে মঙ্গলবার (স্থানীয় সময় অনুসারে) টেক্সাসের পার্শ্ববর্তী নিউ মেক্সিকো প্রদেশেও হড়পা বান নেমেছে। সেখানে রুডিওসো এলাকায় হড়পা বানে অন্তত তিন জনের মৃত্যুর খবর মিলেছে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। রুডিওসোর স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ভারী বৃষ্টির জেরে নদীর জলস্তর বৃদ্দি পেয়েছিল। তার জেরেই হড়পা বান নামে। যদিও নতুন করে সেখানে আর বিপত্তির আশঙ্কা নেই বলেই দাবি স্থানীয় প্রশাসনের।
এ দিকে টেক্সাসের বিপর্যয়ের পর থেকে টানা উদ্ধারকাজ চলছে। প্রত্যেক নিখোঁজ ব্যক্তির সন্ধান না-পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে বলে আশ্বস্ত করেছেন টেক্সাসের গভর্নর অ্যাবট। আমেরিকার সামরিক বাহিনীর ‘চিনুক’ এবং ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টার নিয়ে চলছে উদ্ধারকাজ। আধিকারিক সূত্রে খবর, ১২টি ব্ল্যাক হক হেলিকপ্টার বর্তমানে উদ্ধার অভিযান চালাচ্ছে। একই সঙ্গে রিপার ড্রোনও ব্যবহার করে নিখোঁজদের সন্ধান চালাচ্ছে স্থানীয় প্রশাসন।
শুক্রবার থেকেই ভারী বৃষ্টি হচ্ছে আমেরিকার টেক্সাস প্রদেশের বিস্তীর্ণ অংশে। তবে বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপর্যস্ত টেক্সাসের দক্ষিণ-পশ্চিম অঞ্চল। সেই অঞ্চলের গুয়াদালুপে নদীতে হড়পা বান আসায় জলের তোড়ে ভেসে যান অনেকেই। সপ্তাহান্তের ছুটিতে ‘সামার ক্যাম্প’ করতে নদীর ধারে তাঁবুতে থাকছিল একটি স্কুলের ছাত্রীরা। ওই ক্যাম্পের সব ছাত্রীরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও তাদের দেহ এখনও উদ্ধার হয়নি।